শিরোনামঃ-

» রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে গোলাপগঞ্জের আছিরগঞ্জে প্রতিবাদ সভা

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০১৬ | সোমবার

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গোলাপগঞ্জের বাদেপাশা ইউপির কুশিয়ারা তীরবর্তী আছিরগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“মায়ানমারে মুসলিম হত্যা বন্ধ কর, করতে হবে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আছিরগঞ্জ আলিম মাদ্রাসা ও আঞ্চলিক শাখার উদ্যোগে সোমবার (২৮ নভেম্বর) বাদ যোহর এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি আছিরগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে আছিরগঞ্জ সিটি শপিং মার্কেটের সম্মুখে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আছিরগঞ্জ আলিম মাদ্রাসা শাখার সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে এবং আছিরগঞ্জ আলিম মাদ্রাসা শাখার সহ-সভাপতি হাসান আহমেদের কোরআন তেলাওয়াত ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আছিরগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুর রউফ।

এছাড়াও বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া আছিরগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি খলকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ফজল আহমেদ, সিলেট জেলা পূর্ব শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল হাসান প্রমুখ ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। মায়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন নিপীড়ন ও গণহত্যা বন্ধে জাতিসংঘের ব্যর্থতা উল্লেখ করে কার্যকরী পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহবান জানান তারা।

বক্তারা বলেন, নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়াসহ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশ্ব মুসলমানের নেতৃস্থানীয়দের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানান।

এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আছিরগঞ্জ আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষক মাওলানা কয়েছ আহমেদ, শফিকুর রহমান, আমিনুর রহমান, জাহাঙ্গীর হোসাইন, মিজানুর রহমান, মফিজ উদ্দিন, রুহুল আমিন, আব্দুস সামাদ, শাহাদাৎ হোসাইন, আমকোনা জামে মসজিদের ইমাম মাইনুল ইসলাম, উত্তর আমকোনা জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ, আছিরগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম সাইদুর রহমান, প্রবীণ মুরুব্বি আজিজুর রহমান মনিয়া প্রমুখ ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাদেপাশা ইউপি যুবলীগের আহবায়ক তারেক আহমেদ, আছিরগঞ্জ একতা যুব সংঘের সভাপতি মারুফ আহমেদ, আছিরগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের অর্থ সম্পাদক কায়কোবাদ আহমেদ, মামুন,, মাছুম, হাফিজ জামিল আহমেদ, হোসাইন আহমেদ, হাফিজ আবু সাঈদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30