শিরোনামঃ-

» এইচআরপিবি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

ষ্টাফ রিপোর্টার:: মায়ানমারের আরাকান রাজ্যে নির্মম গণহত্যার শিকার মুসলমানদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও যথাযথ সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেটের আইনজীবীরা।

মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আয়োজিত এক বিশাল মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

দু’শতাধিক আইনজীবীর অংশগ্রহণে বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানের কান্নায় পৃথিবীর আকাশ ভারি হয়ে ওঠছে। মুসলিম অসহায় নারী-পুরুষ ও শিশুরা বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করছে।

মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। হত্যা করা হচ্ছে অসংখ্য নিষ্পাপ শিশুদের। ধর্ষণ করা হচ্ছে অসংখ্য মা-বোনদের। বিধবা হয়েছে হাজারো নারী। সন্তানহারা হচ্ছেন অসংখ্য মা।

বক্তারা আরো বলেন, জাতিসংঘ রোহিঙ্গা সম্প্রদায়কে বিশ্বের সবচেয়ে বর্বর নির্যাতনের শিকার জনগোষ্ঠী হিসেবে অবহিত করেছে। রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

নির্যাতনের শিকার এসব মুসলমানদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সরকার দৃষ্টান্ত সৃষ্টি করছে।

বক্তারা মায়ানমারে নির্যাতিত মানুষকে পর্যাপ্ত ত্রাণ ও সহযোগিতা দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান পাশাপাশি নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

এইচআরপিবি সিলেটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বারের সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর, জিপি ভিপি রাজ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন খান, অ্যাডভোকেট মো. আব্দুশ শহিদ, অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী, জহুরা জেসমিন, আক্তার হোসেন খান, আজিজুর রহমান, মো. লালা, সাংবাদিক সুজাত আলী, অ্যাডভোকেট আল আহসান মুমিন, বদরুল ইসলাম জাহাঙ্গির, শফিউল আলম, অ্যাডভোকেট বাবুল মিয়া, কামরুজ্জামান, মানিক উদ্দিন, হুসেন আহমদ শিপন, আব্দুস সাত্তার, জামিল আহমদ রাজু, আব্দুল কুদ্দুস, চৌধুরী আতাউর রহমান, হুসেইন আহমদ, ফজলুল হক, ইফতেখার মনি, কয়েছ আহমদ, মহসিন আহমদ চৌধুরী, রহমত আলী, রফিক মিয়া, এজাজ উদ্দিন, দিলরুবা বেগম কাকলী, মুসলেহ উদ্দিন, খুরশেদ আলম, বিশ্বনাথ ঘোষ, মহানন্দ পাল, জেসমিন আক্তার, শাবিদুর রহমান রিপন, বুরহান উদ্দিন, পরিমল দেবনাথ, আব্দুল হালিম রায়হান, এইআরপিবি সিলেটের নির্বাহী সদস্য সাংবাদিক নুরুল হক শিপু, আবু ফাহাদ, ইয়াছির আরাফাত, সৈয়দ এমদাদুল হক, আমিনুল ইসলাম চৌধুরী, মোহাইমিন চৌধুরী, এমদাদুর রহমান, ওয়ারিছ আলী মামুন, মোজাক্কির হোসেন, আব্দুল মুছব্বির, মো. কুতুব উদ্দিন, গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন’র সভাপতি মো. কামাল আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30