শিরোনামঃ-

» জাতীয় যুব উন্নয়ন পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার

ষ্টাফ রিপোর্টার:: বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ শাখার গর্ভনর শরীফ আহমদ লস্কর এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার নগরীর দরগাহ গেইটস্থ ড. আর কে ধর হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিষদের মহানগর সভাপতি সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় গর্ভনর ড. আর কে ধর।

অনুষ্ঠানে বামাক ইউএসএ শাখার গর্ভনর শরীফ আহমদ লস্কর, ৩৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জনকারী ফাহমিদা ফেরদৌস ডেইজী ও এইচএসসি পরীক্ষায় কৃতৃত্ব অর্জনকারী স্নিগ্ধা ধর’কে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মো. শামসুল ইসলাম, জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব এম এ রকিব, সিলেট নগর সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুর হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন এবং বামাক সিলেট জেলা যুগ্ম-সম্পাদক এনামুল হক লিলু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজের সার্বিক উন্নয়ন সহ সমাজের কল্যাণে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে।

যুব সমাজ একটি দেশের চালিকা শক্তি। যুবকরা পারে দেশকে পরিবর্তন করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে।

যুব উন্নয়ন পরিষদের যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান শফিকের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা বামাকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফখরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলোয়ার হোসেন রাজা, পরিষদের যুগ্ম-সম্পাদক জাবেদ আহমদ, সৈয়দ নজরুল ইসলাম চুনু, শাহজাহান লস্কর, আনোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট সাজ্জাদুর রহমান, জুনেদ আহমদ, জাহাঙ্গীর আলম, ইউসুফ সেলু, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক খালেদ মিয়া, আতাউর রহমান আতাই, আব্দুস সামাদ নজরুল, ফেরদৌস আক্তার, হাবীবুর রহমান, নারীনেত্রী সেবিনা আক্তার চৌধুরী শিরিন, নারীনেত্রী রত্না বেগম, মাওলানা মোতাহির আলী, ডা. অলিউর রহমান, আরাফাত চৌধুরী রাজন, নবিজুল ইসলাম খান, মঞ্জু গোপাল রায় প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30