শিরোনামঃ-

» কমরেড অজয় রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার

ষ্টাফ রিপোর্টার:: সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেছেন, ধর্মাশ্রয়ী উগ্রতা বরাবরই জঙ্গীবাদ রাষ্ট্র কায়েমে সমর্থ হয়।

তাই ধর্মান্ধ রাষ্ট্র কখনোই স্থায়ীভাবে টিকে থাকতে পারেনা।তিনি বলেন, অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন ঘটে।

সেই ইতিবাচক পরিবর্তনের ধারাকে কাজে লাগিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে হবে।

তিনি দেশের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতা-কর্মীদের সম্মিলিত সামাজিক আন্দোলনের ধারায় যুক্ত হয়ে দেশের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহবান জানান।

তিনি শুক্রবার (০২ ডিসেম্বর) সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত কমরেড অজয় রায়ের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

সংগঠনের জেলা সভাপতি সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক দেবব্রত রায় দিপনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরন সভায় কমরেড অজয় রায়ের কর্মময় বর্নাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরে বলেন, ভোগবাদী রাজনীতি থেকে নিজেকে মুক্ত রাখতে না পারলে সে রাজনীতি কখনো একটি রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারেনা।

অজয় রায় আমৃত্যূ সেই রাজনীতিকে বুকে ধারণ করেই তার সংগ্রামী জীবনকে বিলিয়ে দিয়েছেন জনগণের কল্যাণে।

বিশেষ অতিথির আবেগময় বক্তব্যে, কমরেড অজয় রায়ের স্মৃতিচারণ করে সহধর্মনী ও বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভানেত্রী জয়ন্তি রায় বলেন, চিন্তা চেতনা ও মননে দেশপ্রেম ছিল বলেই কমরেড অজয় রায় বরাবরই শাসক শ্রেণীর চক্ষু শুলের শিকার হয়েছেন।

যে কারণে ৪ দশকের সংগ্রামী রাজনৈতিক জীবনে ১৫ বারই তাকে কারাবরণ করতে হয়েছে। তিনি অজয় রায়ের প্রাণপ্রিয় সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করার মাধ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

আর্ন্তজাতিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমরা রাজনৈতিক বিকল্প নই, রাজনীতি যেখানে ব্যর্থ সেখানেই আমাদের প্রতিবাদি অবস্থান।

সুতরাং এই বিকল্প প্লাটফর্মে সবাইকে যুক্ত হয়ে কমরেড অজয় রায়ের অসম্পন্ন কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাম্যবাদি দলের কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড ধীরেন সিং, ওয়াকার্স পাটির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সিলেট চেম্বর অব কর্মাস ইন্ডাষ্ট্রির পরিচালক মুকির হোসেন চৌধূরী, ডা.পঙ্কজ গুপ্ত।

কমরেড অজয় রায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তমাল চন্দ্র নাথ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930