শিরোনামঃ-

» একনজরে সিলেট জেলা পরিষদ প্রার্থীদের তালিকা

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০১৬ | মঙ্গলবার

প্রতিবেদক ইমন দাস:: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে যারা বিভিন্ন ওয়া্র্ডে প্রতিদ্বন্দিতা করছেন তাদের একটি চুড়ান্ত তালিকা তৈরী করা হয়েছে।

সিলেট জেলা নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ওয়ার্ড ভিত্তিক তালিকাটি সকলের সুবিধার্থে প্রকাশ করা হলো। ১লা ডিসেম্বর নমিনেশন দাখিলের পর জেলা নির্বাচন কমিশনের প্রার্থী যাচাই-বাচাই শেষে এই তালিকা চুড়ান্ত করা হয়।

জেলা পরিষদের মোট ওয়ার্ড ১৫টি ও মহিলা সদস্য ওয়ার্ড ৫টি। ভোটারদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ জন, জেলার ১০৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারসহ ১ হাজার ৩৬৫ জন, ১৩ উপজেলার চেয়ারম্যান, ৪ পৌরসভার মেয়র ও কাউন্সিলরসহ ৫২ জন রয়েছেন।

একনজরে প্রার্থীদের তালিকা ও নির্বাচনী এলাকা:-

চেয়ারম্যান পদপ্রার্থী:

(১) অধ্যক্ষ এনামুল হক সরদার,

(২) জিয়াউদ্দিন আহমদ লালা,

(৩) মোহাম্মদ ফখরুল ইসলাম ও

(৪) মো. লুৎফুর রহমান।

সংরক্ষিত ওয়ার্ড- ১

(১) পাপিয়া চৌধুরী,

(২) রেহানা ফারুক শিরিন,

(৩) আমাতুজ জহুরা রওশন জেবীন,

(৪) সিপা বেগম,

(৫) হেলেন আহমদ ও

(৬) নুরুন্নেছা হেনা।

সংরক্ষিত ওয়ার্ড- ২

(১) জাহানারা ইয়াছমিন,

(২) তসলিমা বেগম,

(৩) মোছা. মনোয়ারা বেগম বিনা,

(৪) তামান্না আক্তার হেনা,

(৫) মিসেস হামিদা খাঁন,

(৬) খোদেজা রহিম কলি ও

(৭) মোছা. আছমা বেগম।

সংরক্ষিত ওয়ার্ড- ৩

(১) নুরুন্নাহার ইয়াছমিন,

(২) সুমনা সুলতানা রুহি,

(৩) হাসিনা বেগম,

(৪) গিতা রানী দাশ ও

(৫) রহিমা বেগম রব্বানী।

সংরক্ষিত ওয়ার্ড- ৪

(১) জাহানারা বেগম,

(২) হাছিনা বেগম,

(৩) আমিনা বেগম,

(৪) রোকিয়া আক্তার চৌধুরী,

(৫) নাজিরা বেগম ও

(৬) শিপারা বেগম।

সংরক্ষিত ওয়ার্ড- ৫

(১) মনিসা বেগম,

(২) জোসনা খানম,

(৩) সাজনা সুলতানা হক চৌধুরী ও

(৪) নাজমা সুলতানা চৌধুরী।

সাধারণ ওয়ার্ড নং- ১

(১) মোহাম্মদ শাহানুর,

(২) এটিএমএ হাসান জেবুল,

(৩) আজাদ আহমদ,

(৪) মো. অহিদুল ইসলাম (আছলাম),

(৫) মোহাম্মদ আব্দুল হানিফ কুটু,

(৬) জাবেদুল ইসলাম দিদার,

(৭) ফারুক আহমদ,

(৮) মোহাম্মদ বিলাল খান,

(৯) মো. আলী আহমদ,

(১০) মো. মোছাদ্দিক আহমদ,

(১১) রজত কান্তি গুপ্ত,

(১২) লায়েক আহমদ চৌধুরী ও

(১৩) স্বপন বর্মন।

১নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- সিটি কর্পোরেশন, সিলেট সদর উপজেলা ও উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯০ জন।

সাধারণ ওয়ার্ড নং- ২

(১) গোলাম কিবরিয়া হিরা মিয়া,

(২) মো. কামরান হোসেন,

(৩) আলহাজ্ব মো. গোলাম রব্বানী (রানা মিয়া),

(৪) মো. আনোয়ার হোসেন,

(৫) মো. মতিউর রহমান,

(৬) লোকমান আলী চৌধুরী,

(৭) শাহ মো. জমির উদ্দিন,

(৮) গুলজার আহমদ ও

(৯) শামীম কবির।

২নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- দক্ষিণ সুরমা উপজেলা ও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ১০৫ জন।

সাধারণ ওয়ার্ড নং- ৩

(১) ফয়ছল আহমদ মুন্না,

(২) মো. সেলিম আহমদ,

(৩) মো. আখলাকুর রহমান চৌধুরী উরফে আখলাকুর রহমান সেলিম,

(৪) নুরুল ইসলাম,

(৫) মোহাম্মদ আব্দুল আউয়াল ও

(৬) মো. আব্দুল আউয়াল খান জামাল।

৩নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ এবং দক্ষিণ সুরমার ২টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯২ জন।

সাধারণ ওয়ার্ড নং- ৪

(১) শোয়েব আহমদ চৌধুরী,

(২) শামসুল হক আফতাব,

(৩) মো. মুহিবুল হক ও

(৪) হানিফ মোহাম্মদ।

৪নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- সিলেট সদরের ৪টি ইউনিয়ন, জৈন্তাপুর উপজেলা পরিষদ ও উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯২ জন।

সাধারণ ওয়ার্ড নং- ৫

(১) মো. জামাল উদ্দিন,

(২) মো. নুরুল হাসান চৌধুরী, (মনোয়নপত্র প্রত্যাহার)

(৩) মো. শাহপরান ও

(৪) সুভাষ চন্দ্র পাল।

৫নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলার ৬টি এবং পার্শবর্তী গোয়াইনঘাট উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ১০৫ জন।

সাধারণ ওয়ার্ড নং- ৬

(১) মো. জয়নাল আবেদীন,

(২) মো. আজমল আলী,

(৩) সফিক উদ্দিন ও

(৪) মো. নাজিম উদ্দিন।

৬নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- গোয়াইনঘাট উপজেলা পরিষদ ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯২ জন।

সাধারণ ওয়ার্ড নং- ৭

(১) মো. আফসার আহমদ,

(২) হান্নান মিয়া,

(৩) লোকন মিয়া,

(৪) মোহাম্মদ জুয়েল,

(৫) হাজী শাহ মো. আকলাছ আলী ও

(৬) শেখ এমএ কাইয়ুম।

তথ্য পরে দেয়া হবে।

সাধারণ ওয়ার্ড নং- ৮

(১) মো. নজরুল ইসলাম,

(২) সৈয়দ এনামুল হক,

(৩) খায়রুল আলম,

(৪) শংকর লাল দাশ পুরকায়স্থ,

(৫) মো. আশিক মিয়া,

(৬) শিব্বির আহমদ সিকদার,

(৭) সৈয়দ আহমদ হেলাল,

(৮) আব্দুল হাই মোশাহিদ, (মনোয়নপত্র প্রত্যাহার)

(৯) আবু আহমদ এমরান ও

(১০) নুরউদ্দিন আহমদ নুনু।

৮নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- ওসমানীনগর উপজেলা পরিষদ ও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯২ জন।

সাধারণ ওয়ার্ড নং- ৯

(১) মোহাম্মদ মোসাদ্দিক হোসেন,

(২) প্রনঞ্জয় বৈদ্য অপু,

(৩) মো. শামসুল ইসলাম,

(৪) মো. আব্দুল কাহের,

(৫) মো. কিনু মিয়া,

(৬) মো. আনোয়ার খান,

(৭) মো. ময়নুল হক,

(৮) সহল আল রাজী চৌধুরী ও

(৯) ফখরুল আহমদ মকসীন।

৯নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- বিশ্বনাথ উপজেলা পরিষদ ও উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ১০৫ জন।

সাধারণ ওয়ার্ড নং- ১০

(১) আব্দুল হানিফ খাঁন,

(২) মো. নিমার আলী এডভোকেট,

(৩) মো. মামুন আহমদ,

(৪) মো. মনসুর আহমদ,

(৫) সৈয়দ দেলোয়ার হোসেন স্বপন,

(৬) মো. আব্দুল হান্নান,

(৭) হাছান ইমাদ,

(৮) আব্দুল হক (বাবুল মিয়া),

(৯) সাদিক আহমদ সুহেল ও

(১০) নাজমুল হোসেন নাজিম।

১০নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯২ জন।

সাধারণ ওয়ার্ড নং- ১১

(১) লুৎফুর রহমান,

(২) হাজী মাহমুদ আলী,

(৩) হাজী মো. রফিক উদ্দিন,

(৪) মো. সুফিয়ান আহমদ,

(৫) আব্দুল কাইয়ুম,

(৬) এম. মজিবুর রহমান মজিব,

(৭) সৈয়দ হাছিন আহমদ মিন্টু ও

(৮) মাহমুদুর রহমান।

১১নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার ৫টি ও পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ১০৪ জন।

সাধারণ ওয়ার্ড নং- ১২

(১) কামিল আহমদ,

(২) ময়েজ আহমদ,

(৩) মো. আব্দুল মজিদ,

(৪) শামীম আহমদ তালুকদার,

(৫) মো. নজরুল হোসেন,

(৬) মোহাম্মদ আব্দুর রাজ্জাক চৌধুরী,

(৭) মো. আজিজুর রহমান,

(৮) মো. আব্দুল কাদির ও

(৯) মাসুদ হোসেন খাঁন।

১২নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলা পরিষদ, পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ১০৫জন।

সাধারণ ওয়ার্ড নং- ১৩

(১) আবু জাফর মোহাম্মদ রায়হান,

(২) তাজেল আহমদ,

(৩) মোহাম্মদ শামীম আহমদ,

(৪) এম. বাবর লস্কর,

(৫) মো. নাজমুল ইসলাম,

(৬) বোরহান উদ্দিন আহমদ, (মনোয়নপত্র প্রত্যাহার)

(৭) মো. আব্দুস সবুর,

(৮) এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী,

(৯) মাওলানা রহমত আলী হেলালী, (মনোয়নপত্র প্রত্যাহার)

(১০) আফজল আহমদ চৌধুরী ও

(১১) মো. নাছির উদ্দিন (নাছির)।

১৩নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- জকিগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ১০৫ জন।

সাধারণ ওয়ার্ড নং- ১৪

(১) মো. ফখর উদ্দিন,

(২) এমাদ উদ্দিন মানিক,

(৩) মো. শাহাব উদ্দিন,

(৪) মো. মোস্তাকিম হায়দার,

(৫) মো. নুরুল ইসলাম,

(৬) মো. নুরুল হক,

(৭) মো. ইমাম উদ্দিন চৌধুরী ও

(৮) আলহাজ্ব জাকির আহমদ চৌধুরী।

১৪নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- জকিগঞ্জ উপজেলার ২টি ইউনিয়ন ও কানাইঘাট উপজেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ৯২ জন।

সাধারণ ওয়ার্ড নং- ১৫

(১) মোহাম্মদ কবির উদ্দিন,

(২) রিংকু চক্রবর্ত্তী,

(৩) মো. আব্দুল মুমিন চৌধুরী,

(৪) আবুল কালাম আজাদ,

(৫) মো. আব্দুল মালিক,

(৬) মো. সালেকুর রহমান,

(৭) সিরাজুল ইসলাম ও

(৮) মো. আলমাছ উদ্দিন।

১৫নং ওয়ার্ডের নির্বাচনী এলাকা হচ্ছে- কানাইঘাট উপজেলার ৫টি ইউনিয়ন ও জৈন্তাপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ পরিষদ। এখানে মোট ভোটার সংখ্যা ১০৪ জন।

এছাড়া ৫টি মহিলা ওয়ার্ড করা হয়ে সাধারণ ৩টি করে ওয়ার্ডের সমন্বয়ে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930