শিরোনামঃ-

» যুব সংসদ’১৭ সফলের লক্ষ্যে ধ্রুবতারার মতবিনিময় সভা

প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০১৬ | রবিবার

নিজস্ব প্রতিবেদক:: ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার আয়োজনে রোববার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে অনুষ্ঠিতব্য আগামী ১০ ফেব্রুয়ারী’১৭ বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহাসিক যুব সমাবেশ, ইয়ূথ পার্লামেন্ট (যুব সংসদ) সফলের লক্ষে সিলেটের বিভিন্ন যুব সংগঠক ও আত্মকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সভাপতি মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক আবু তায়্যিব রুবেল।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন আহমদ।

মতবিনিময় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যুব পদক ফোরামের সভাপতি যুব সংগঠক আফিফুর রহমান আফিফ, সিলেট বাংলা নিউজ’র সম্পাদক মো. কামাল আহমদ, ধ্রুবতারা সিলেট জেলার সহ-সভাপত্ আব্দুর রহমান লিমন, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, যুব সংগঠক আল আমিন, সংগঠনের জেলার সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, শাহ গলি আদর্শ শিশু বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক মোর্শেদুল হক, যুব সংগঠক ফজলুল করিম চৌধুরী মিনহাজ, ধ্রুবতারা দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল বাতিন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার সদস্য জাকির হোসেন, জাহেদ হোসেন, মো. আজির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মুহা. মাহিন উদ্দিন, রাজন মিয়া, পাবেল আহমদ, পারভেজ আলম পাশা, মো. রনি আহমদ, ইনসান আহমদ, হৃদয় চন্দ্র দাস, মো. সাহেদ আহমদ, আলম মিয়া, মো. জয় আহমদ রনি, দিন্ত দাস প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আগামী ১০ ফ্রেব্রুয়ারী ২০১৭ পূণ্যভূমি সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণ উদ্যোক্তা সংগঠক ও আত্মকর্মীদের প্রাণের সমাবেশ যুব সংসদ।

সেখানে বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসন থেকে যুব সংসদ সদস্যরা অংশগ্রহণ করে তাদের নিজ নিজ এলাকার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন।

জাতীয় সংসদের আদলে এই যুব সংসদটি ছায়া সংসদ হিসেবে উপস্থাপিত হবে।

উক্ত যুব সংসদ সফল করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণকে সহযোগীতা করার আহ্বান জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930