শিরোনামঃ-

» যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০১৬ | শুক্রবার

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদের:: যথাযথ মর্যাদায় গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গোলাপগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে গোলাপগঞ্জ উপজেলা শহীদ মিনারে।
পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ পৌর পরিষদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল ও জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলার বুধবারীবাজার ইউপির চন্দরপুরে আল এমদাদ উচ্চ বিদ্যালয়, আল এমদাদ ডিগ্রী কলেজ ও বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে র‍্যালির মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে স্থানীয় চুনু-মতলিব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
র‍্যালি শেষে আল এমদাদ ডিগ্রী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী অধ্যাপক আবুল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি রোটারিয়ান মঞ্জুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও আজীবন দাতা সদস্য আমিনুল হক জিলু।
আরোও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য আব্দুল হামিদ, যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ, গভর্ণিং বডির সাবেক সদস্য আব্দুল মতলিব, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরী সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
তাছাড়াও, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্য্য।
সিনিয়র শিক্ষক (কম্পিউটার) আব্দুল হামিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক কাজী লিয়াকত আলী, মৃত্যুঞ্জয় কান্তি রায়, এনামুল হক, সাইকুল ইসলাম, নিজাম উদ্দিন, শাহ আলম, হাবিবুর রহমান, খোদেজা খানম, ডলি বেগম, পারভীন বেগম, অভিভাবক ছয়ফুল আলম, প্রাক্তন ছাত্র সালমান কাদের দিপু ও কাওছার আহমেদ।
এদিকে বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২০১৫ সালের সমাপনী পরীক্ষায় কৃতিশিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন আজীবন দাতা সদস্য ,যুক্তরাজ্য প্রবাসী জনাব সালেহ আহমেদ, বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব শরফ উদ্দিন, জনাব তারা হোসেন, আবুল কালাম কাশেম, জাভেদ আহমেদ, মিনহাজ উদ্দিন। কমিটির সদস্য ও মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ কামাল উদ্দিন আমান, হাজী ছাদ উদ্দিন, আব্দুল ওয়াহিদ, উস্তার আলী, মুবজ্জিল আলী, জলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও, বুধবারীবাজার ইউপির বানীগ্রাম-বহরগ্রাম উচ্চ বিদ্যালয়েও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মামুনুর রশিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য জনাব হাজী মোস্তাকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জনাব বিলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মৌলানা ছাদ উদ্দিন,স্বপন চন্দ্র ধর, সহঃশিক্ষক সুশান্ত চন্দ্র বিশ্বাস, তানভীর হোসেন, এবং সহঃ শিক্ষিকা সুলতানা বেগম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930