শিরোনামঃ-

» ছাতকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক’র শাখা উদ্বোধন

প্রকাশিত: ২১. ডিসেম্বর. ২০১৬ | বুধবার

সুনামগঞ্জ, ছাতক থেকে চান মিয়া:: অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, শিল্প ও বানিজ্য নগরী খ্যাত ছাতক জাতীয় উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে রাজস্ব আদায়ে বাংলাদেশ ও দেশের মধ্যে অভ্যন্তরীন রাজস্ব আহরনে ছাতক ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, দেশে উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। তাই রাজস্ব আদায়ে সকলকে আরো এগিয়ে আসতে হবে।

তিনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় তাদের অভাবনীয় সাফল্য অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন, বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নে তাদের অবদান আজ সর্বমহলে স্বীকৃত।

এসময় তিনি ছাতক শাখার সাফল্য কামনা করে দলমত নির্বিশেষে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

বুধবার সকালে সুনামগঞ্জের শিল্প ও বাণিজ্য নগরী ছাতকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫৮তম শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের মনিকা প্লাজার ২য় তলায় ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান কাজি মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক বেলাল উদ্দিন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যানের সচিব শামছুল ইসলাম, ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, ছাতক অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন, ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, ব্যাংকের সিলেট ব্রাঞ্চ ম্যানেজার সফিকুল ইসলাম, তালতলা ব্রাঞ্চ ম্যানেজার কাজি দেলোয়ার-ই মোস্তফা, গোবিন্দগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মাকসুদ ইবনে মোস্তফা প্রমূখ।

আগত অতিথিদের স্বাগত জানান, ছাতক ব্রাঞ্চ ম্যানেজার মুহিউস সুন্নাত নাহিদ ও ম্যানেজার অপারেশনস শওকত মাহমুদ চৌধুরী।

অনুষ্টানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী মনছুর আহমদ।

এছাড়া রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছাতক কাষ্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল অফিস ও ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময় সহ ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের ছাতক বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930