শিরোনামঃ-

» মনগড়া বিদ্যুৎবিল তৈরীর অভিযোগ; কর্মকর্তার গাফিলতি

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৬ | সোমবার

আল মাসুম, জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুরের দরবস্ত বাজার ব্যাবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মনগড়া বিদ্যুৎ বিল তৈরী করছে কতৃপক্ষ। বিল নিয়ে ব্যাবসায়ীরা দীর্ঘদিন হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হয়রানির শিকার হওয়া একাধিক গ্রাহক জানান, মিটারের সাথে বিলের কোন মিল নেই। যত ইউনিট ব্যবহার হচ্ছে তার অধিক বা দিগুণ বিল দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের এসব হয়রানি এখন চরম আকার ধারণ করেছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

তাই দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চান ক্ষুদ্ধ স্থানীয় গ্রাহকরা। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ব্যাবসায়ীরা লিখিত আবেদন করেন এতে তিনি ১০০ ব্যাবসায়ীর স্বাক্ষরিত একটি ডকুমেন্টারি চান।

ডকুমেন্টারি তৈরীর পর যোগাযোগ করা হলে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে ব্যাপারটি হস্তান্তর করেন।

এ ব্যপারে স্থানীয় (দরবস্ত) ইউপি চেয়ারম্যান বাহারুল আলম সালিশের জন্য উভয়পক্ষকে ডাকলে বিদ্যুৎ কতৃপক্ষ সাড়া দেয়নি।

এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের জৈন্তাপুর (বিতরণ বিভাগ সিলেট) আবাসিক প্রকৌশলী মোহা. নিজাম উদ্দিন বলেন,”বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ সঠিক, আমরা আগামী মাসে বিল তৈরীর সময় কম ইউনিট ধরিয়ে ব্যাপারটি সমাধান করব।

তিনি আরও বলেন- যিনি বিল তৈরী করেন তিনি নতুন তাই এমন সমস্যা” হয়েছে।

ভুক্তভোগীরা জানান, যিনি মিটার দেখে বিল তৈরী করেন তিনি বিগত কয়েক মাস যাবৎ মাঠে কাজ করছেন। তারা আরও দাবী করেন এমন ঘটনা পূর্বে ঘটলেও সতর্কবানী দেওয়ার পরও আবার হয়েছে।

এমন অভিযোগ নিয়ে গত মাস দু’য়েক আগে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন আসে। কিন্তু তাতে কোন পতিক্রিয়া আসেনি। ব্যাবসায়ীদের মনে একটাই প্রশ্ন কবে হবে উপযুক্ত সমাধান।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930