শিরোনামঃ-

» সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

 

ষ্টাফ রিপোর্টার:: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, এমপি’র সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারী) রাত ৮টায় চেম্বার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের আপামর জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের দুঃস্থ, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয় বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধামন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি ব্যবসায়ীদেরকেও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের সামাজিক উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. সাহিদুর রহমান, মো. লায়েছ উদ্দিন, মো. এমদাদ হোসেন, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, বশিরুল হক, প্রাক্তন সহ-সভাপতি ফরিদ বক্স, আতিকুর রহমান লাহিন, সদস্য মো. আজিজুর রহমান সুন্দর, মাহবুবুল হাফিজ চৌধুরী মসফিক, আব্দুল কাইয়ুম, মুহিদুল ইসলাম চৌধুরী মনসুর, সমীর লাল দেব, আবুল কালাম, সিলেট সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. হাবিবুর রহমান, মো. কামাল আহমদ, এম. সাইফুর রহমান তালুকদার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30