শিরোনামঃ-

» দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে; ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০১৭ | রবিবার

স্টাফ রিপোর্টার, পিকলু চক্রবত্তীঃ ‘মাঘের শীতে বাঘ কান্দে’। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীত প্রধান অঞ্চল শ্রীমঙ্গলে এই প্রবাদের প্রতিফলন ঘটতে শুরু করেছে। এখানে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায়  বিপর্যস্ত জনজীবন এলাকার মানুষ।

বিশেষ করে চা শ্রমিকসহ শ্রমজীবী মানুষ পড়েছে চরম দুর্ভোগে। প্রচন্ড শীতের কারণে ক্ষেতমজুর পরিবার-পরিজন নিয়ে বিপাকে দিন কাটাচ্ছে। শীতের দাপটে হাট-বাজার, রাস্তাঘাট ফাঁকা থাকায় বিপর্যস্ত হয় পড়েছে গোটা উপজেলা।

সরেজমিনে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীতে মানুষকে আগুন জ্বালিয়ে সড়কের পাশে উত্তাপ নিতে দেখা গেছে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে অনেকে অতি কষ্টে দিনযাপন করছেন। ভাড়াউড়া চা বাগানের শ্রমিক সমিরণ কাহার ও সুনিল বাড়াইক বলেন, “তীব্র শীতে গরম কাপড় না থাকায় কষ্ট হয়। কখনও আগুন জ্বালিয়ে, আবার কখনও ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে শীত নিবারণের চেষ্টা করছি।” শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোগের প্রকোপও। মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংখ্য শিশু ও বৃদ্ধ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।শীতে অভাবি মানুষজনের জীবন কঠিন হয়ে পড়েছে।

সিন্দুরখান, রাজঘাট, সাতগাঁও, মির্জাপুর, কালাপুর বসবাসকারী পরিবারগুলো এবং যারা রেললাইনের বস্তিতে বাস করছে তাদের দুর্দশা চরমে উঠেছে। শীতবস্ত্রের অভাবে নিদারুণ কষ্ট ভোগ করছেন তারা।

হিমালয়ের হিমেল হাওয়ায় সঙ্গে গেল সপ্তাহ ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে, যা আরো সপ্তাহ খানিক হতে পারে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সুত্রে জানা যায় গত বুধবার (১১ জানুয়ারি) শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৩ জানুয়ারি শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930