শিরোনামঃ-

» আসামের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০১৭ | সোমবার

ষ্টাফ রিপোর্টার:: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ভারতের আসাম রাজ্যের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্দেক আহমদ বলেন, সিলেট এবং আসামের করিমগঞ্জ শুধু প্রতিবেশী অঞ্চল নয় এ ২টি অঞ্চলের মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি এবং জীবনধারার হুবহু মিল রয়েছে। তাই সিলেটের সাথে আসামের বাণিজ্য ও পর্যটন শিল্প অত্যন্ত সম্ভাবনাময়।

তিনি বলেন, সিলেট একাধারে যেমন পবিত্র নগরী তেমনি সিলেটে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এসব দর্শনীয় স্থান সমূহকে প্রচার-প্রচারণার মাধ্যমে পরিচিত করে তুলতে হবে।

তিনি ভারতের সাথে আমদানী-রপ্তানী বাণিজ্যের উন্নয়নে সুতারকান্দি ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সাথে বিদ্যমান বাণিজ্য ঘাটতি নিরসন করা। ভারতে শুল্কমুক্ত পণ্য রপ্তানীর সুবিধা সম্প্রসারিত হলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো গতিশীল হবে।

তিনি উল্লেখ করেন, ভারতের সেভেন সিস্টারের মত বাংলাদেশেও উন্নতমানের চিকিৎসাসেবা রয়েছে, যা সেভেন সিস্টারের জনগণ ভোগ করতে পারেন।

তিনি সিলেটে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার খোলার আহবান জানিয়ে বলেন ভিসা প্রাপ্তি সহজ হলে ভারতের সাথে বাংলাদেশের আমদানী-রপ্তানী বাণিজ্য আরো জোরদার হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. এমদাদ হোসেন, এহতেশামুল হক চৌধুরী, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, করিমগঞ্জ এক্সপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ্ ফখর উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, চন্দন সাহা, আব্দুর রহমান, মো. বশিরুল হক, করিমগঞ্জের রপ্তানীকারক মো. আফজাল হোসেন, মাহবুব হাসান চৌধুরী প্রমুখ।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930