শিরোনামঃ-

» সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারীতে দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

আল মাসুম, জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী, শ্রীপুর পাহাড়, শ্রীপুর বাগানের মামলা থাকাধীন জায়গা, শ্রীপুর সীমান্তে নোম্যান্সল্যাণ্ডের জায়গা দখল করে পাথর উত্তোলন, বোমা মেশিন, এস্কেবেটর, ফেলুডা এবং সেইভ মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন এবং প্রতি ৪০ বর্গফুট জায়গা হতে ৫০ হাজার টাকা, গাড়ী প্রতি ১ হাজার ৫ শত টাকা করে চাঁদা অাদায়ের অভিযোগ রয়েছে জনৈক রাজার।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় শ্রীপুর পাথর কোয়ারীতে পাথর উত্তোলন করতে যান ব্যবসায়ী অাব্দুল অাহাদ, মো. শাহিন সহ কয়েকজন ব্যবসায়ী। এ সময় রাজা নামের এক ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তাদেরকে শ্রীপুর কোয়ারী থেকে তাড়িয়ে দেন রাজা বাহিনী। পরে দুপুর দেড়টায় পুণরায় ব্যবসায়ীরা শ্রীপুর পাথর কোয়ারীতে পাথর সংগ্রহের জন্য গেলে ফের রাজা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিকাল ৩টায় ফের ৩০ থেকে ৩৫ জনের বাহিনী দেশীয় দা, লাঠিসোটা, শাবল নিয়ে শ্রীপুর কোয়ারীতে অবস্থান করে অাব্দুল অাহাদের গর্ত দখল করে এবং গর্তের শ্রমিক সহ অাব্দুল অাহাদ ও শাহিনুর রহমানকে অাটকে রাখে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জৈন্তাপুর উপজেলা অাওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এখলাছুর রহমান জৈন্তাপুর থানা পুলিশের সহায়তায় তাদেরকে শ্রীপুর কোয়ারী থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান প্রতিবেদককে জানান- বেশ কয়েক দিন থেকে শ্রীপুর কোয়ারী রাজা নামের ব্যক্তি শ্রীপুর কোয়ারী, শ্রীপুর বাগান, শ্রীপুর পাহাড়, অাসামপাড়া মৌজা এবং শ্রীপুর সীমান্তের নোম্যান্সল্যাণ্ডের ভূমি দখল করে অপরাধ কার্যক্রম পরিচালনা করে অাসছে। ৪০ বর্গফুটের গর্তপ্রতি ৫০ হাজার টাকা চাঁদা এবং গাড়ী প্রতি ১ হাজার ৫ শত টাকা অাদায় করে যাচ্ছে।

এছাড়া শ্রীপুর কোয়ারীর সীমান্তের জিরো পয়েন্টের ৩০ গজের মধ্যে পাথর উত্তোলন করছে। অথচ বৈধ ব্যবসায়ীরা তাদের গর্ত হতে পাথর অাহরনে নামলে সে চাঁদা দাবি করে এবং বাহিনী দিয়ে তাদেরকে অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

ইতিপূর্বে ইউপি সদস্যের উপর হামলা করে রাজা। থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ কিংবা রাজাকে অাটক করছে না। কে এই রাজা? কে তার নিয়ন্ত্রনকারী?

এ বিষেয় জৈন্তাপুর মডেল থানার এসঅাই অাব্দুল মান্নান জানান- শ্রীপুর পাথর কোয়ারীতে জায়গা দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের পাল্টা পাল্টি ঘটনা ঘটে। একপর্যায় একটি পক্ষ কোয়ারীতে অাটকা পড়লে খবর পেয়ে অামরা তাদেরকে উদ্ধার করি।

তবে অভিযোগ পেলে অাইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। এ বিষয়ে অাব্দুল অাহাদ ও শাহিনুর রহমান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে প্রতিবেদককে জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30