শিরোনামঃ-

» গোলাপগঞ্জে শুরু হয়েছে বিজ্ঞান মেলা-২০১৭

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০১৭ | মঙ্গলবার

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০১৭।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০১৭।
বিজ্ঞানমেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, দৈনিক যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দু’শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিজ্ঞান মেলা-২০১৭ এর উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাঙ্গণে আয়োজিত দু’দিন ব্যাপী এ মেলায় অংশ নিয়েছে প্রশাসন সহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ।
এবারের মেলায় নিত্য-নতুন বিষয় নিয়ে সাজানো হয়েছে প্রতিটি স্টল।
১৭টি স্টলের মধ্যে রয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অফিস, গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল ও কলেজ, গোলাপগঞ্জ জামেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ, চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, আল-এমদাদ ডিগ্রী কলেজ, ফুলশাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভাদেশ্বর নাছির উদ্দিন দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজ, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বিগত বছরগুলোর ন্যায় এ বছরও মেলায় দর্শণার্থীদের আগমন লক্ষণীয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930