শিরোনামঃ-

» সিলেটের কোম্পানীগঞ্জে শ্রমিকলীগের সম্মেলনে সংঘর্ষ; আহত ১২

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সম্মেলনে সংঘর্ষ হয়েছে। কমিটি ঘোষনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। বেলা ২টায প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ।

দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় শুরু হলে উপজেলা কমিটির সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শামসুল হক ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলামের নাম ঘোষনা করা হয়।

এ সময় আলোচিত আওয়ামীলীগ নেতা শামীদের অনুসারী অপর সাধারন সম্পাদক প্রার্থী নূরুল ইসলাম’র লোকজন সম্মেলনে হট্টগোল সৃষ্টি করে এবং চেয়ার ভাংচুর করতে লাগে। তখন যুবলীগ নেতা আব্দুল হকের অনুসারীরা তাদেরকে ধাওয়া করলে সংঘর্ষ বেঁধে যায়।

প্রায় ১৫ মিনিটের এ সংঘর্ষে শামীম বলয়ের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30