শিরোনামঃ-

» ডিগ্রী নিলে হবে না, যোগ্যতা দেখাতে হবে : ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার

ডেস্ক নিউজঃ ‘বাংলাদেশে অনেকেই এমবিএ ডিগ্রী নিয়ে ব্যবসায় নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও যোগ্য জায়গায় পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।

যোগ্য নেতৃত্বের অভাবে বৃহৎ কর্পোরেশনগুলো উচ্চ পর্যায়ের নির্বাহী পদে বিদেশীদের নিয়োগ দিচ্ছে। বড় হতে হলে শুধু ডিগ্রি নিলে হবেনা মান থাকতে হবে’।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (আইবিএ) এর সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ মিজানুদ্দিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, ইউজিসির সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলি, রাবি আইবিএর পরিচালক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় মোট ১২টি ব্যাচের ৪৪৮ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয় এবং ব্যাচের প্রথম স্থান অধিকারীদের স্বর্নপদক প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30