শিরোনামঃ-

» সার্চ কমিটি যে ১২ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছেন

প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০১৭ | শনিবার

ডেস্ক সংবাদ:: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করবে সার্চ (অনুসন্ধান) কমিটি।

কমিটি বিশিষ্ট নাগরিক হিসেবে যে ১২ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে, তারা হলেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএমএ ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শদ) নুরুল হুদা।

সার্চ কমিটি প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠকে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

বৈঠকে সার্চ কমিটির সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিন আকতার উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চেয়েছে সার্চ (অনুসন্ধান) কমিটি।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১১ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930