শিরোনামঃ-

» জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিলালের মুক্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০১৭ | রবিবার

অাল মাসুম,জৈন্তাপুর ্প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে রবিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক দৈনিক জালালাবাদ ও অনলাইন জাগো নিউজের জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারোওয়ার বেলালের মুক্তির দাবীতে মানববন্ধনের আয়োজন করা হয়।

জৈন্তাপুর প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও বৃহত্তর জৈন্তিয়া ইলেকট্রনিক মিডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় এবং সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য কুতুব উদ্দিন, নিজপাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, এ্যাডভোটেব আলতাফুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো. হুমায়ুন আহমদ, সাধারণ সম্পাক এস এম রাজু, চ্যানেল এস ও মিলিনিয়াম টিভির কানাইঘাট উপজেলা প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, দৈনিক ভোরের পাতার ব্যারো প্রধান জয়নাল আবেদীন, সবুজ সিলেট প্রতিনিধি আমিনুল ইসলাম, জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদ, দরবস্ত বাজার সমিতির সদস্য কবির আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির।

ব্যবসায়ী তানবীর আহমদ শাহীন, সাব্বির আহমদ, আব্দুল মন্নান মনাই, সেলিম আহমদ, বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া, জসিম উদ্দিন, ফরিদ আহমদ, আব্দুর রকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন, করিম মহমুদ লিমন, সদস্য শাহ আলম, আবু সালাম আজাদ, মিনহাজ মির্জা, মনসুর আলম, সালমান এফ রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, মো. দেলোয়ার হোসেন, মীর সুয়েব আহমদ, শাহজাহান কবির খাঁন।

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, প্রকাশনা সম্পাদব শোয়েব উদ্দিন, সদস্য আবু নাঈম ইকবাল, আব্দুল্লাহ আল মনসুর, রাশেল মাহফুজ প্রমুখ।

এসময় বক্তারা সাংবাদিক বিলালকে নির্দোষ দাবী করে বলেন “সাংবাদিকরা সমাজের দর্পন। তারা কঠোর পরিশ্রম করে সংবাদ বহন করে জাতির কর্নধারে পৌছে দেয়।

বিলাল অত্যন্ত ঠান্ডা মেজাজি মানুষ। এসব কর্মকান্ডে তার নূন্যতম সম্পর্ক নেই। ঘটনার সময় সে মৃত্যুশয্যায় শায়িত মায়ের পাশে ছিল। এসময় তারা অবিলম্বে সাংবাদিক বিলালের মুক্তির দাবী করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30