শিরোনামঃ-

» মাত্র ২১ দিনে পবিত্র কোরআনে হাফেজ এক শিশু!

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০১৭ | সোমবার

ইসলামিক ডেস্কঃ সিলেটের কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসার ছাত্র মাশহুদ হোসাইন মাদরাসায় ভর্তির ২১ দিনের মধ্যে কোরআন শরিফ ৩০ পারা হিফজ করে কোরআনে হাফেজ হলেন।

হাফিজ মাশহুদ হোসাইনের জন্ম ২০০৬ সালের ১লা মার্চ। সে কানাইঘাট উপজেলার উত্তর লক্ষীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করে। তার পিতা আব্দুর রহিম ও একজন হাফেজে কোরআন।

২০১৬ সালে প্রাইমারী সমাপনী পরীক্ষায় এ গ্রেডে উর্ত্তীন হয়। সেই ফাঁকে মা-বাবার অনুপ্রেরনায় কানাইঘাট থেকে সিলেট কাজীটুলাস্থ মারকাযু শায়খিল ইসলাম মাদরাসায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর)  ভর্তি হয়।

বুধবার (৪ জানুয়ারি) মোট ২৩ দিনের মধ্যে ২ দিন সিলেট ইজতেমা থাকায় সে সেখানে অবস্থান করে, পরবর্তীতে পুনরায় কোরআন শরীফ হিফজ শুরু করে এবং মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ২১ দিনে ৩০ পারা কোরআন শরীফ হিফজ সম্পন্ন করে মাশহুদ কোরআনে হাফিজ হয়।

গত ৬ জানুয়ারি তারই সম্মানে অত্র মাদরাসার মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- মারকাযু শায়খিল ইসলাম আল-আমিন মাদরাসার মুহতামিম, আল আমিন জামে মসজিদের ইমাম ও খতিব এবং জামেয়া হোসাইনিয়া ইসলামীয়া ঝেরঝেরি পারা মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মুফতি রাশেদ আহমদ।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- হাফিজ আব্দুল কাইয়ুম, মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা আনোয়ার হোসেন খাঁন, হাফিজ মাওলানা সাইফুল আলম, মাওলানা আমিনুল হক ও কারী আব্দুল হাকিম এবং নয়াসড়ক মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা জমির উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বি আল আমিন জামে মসজিদের মোতাওয়াল্লি ও অত্র মাদরাসার সভাপতি আলহাজ্ব মহসিন আহমদ চৌধুরী উমরাহ হজ্ব পালনে দেশের বাহিরে থাকায় তার ছোট ভাই আলহাজ্ব নাছিম আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, নুরুল ইসলাম, মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, হাফিজ মশহুদ হোসাইনের পিতা আব্দুর রহীম একজন হাফিজ তিনি তার ছেলের জন্য দোয়া চেয়েছেন।

এদিকে শনিবার সিলেট আলীয়া মাঠে অনুষ্ঠিত বিশ্বসেরা হাফিজ ক্বারীদের তেলাওয়াত সম্মেলনে কিশোর বালক মাশহুদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

এ সময় হাজার হাজার জনতা তাকে একনজর দেখার জন্য ভিড় জমান। অনেকেই নগদ টাকা পুরস্কার প্রদান করেন। ইমাম সমিতির আহবানে এই কিশোর হাফেজে কোরআনের উচ্চ শিক্ষালাভের জন্য যাবতীয় ব্যায়ভার গ্রহন করেছেন একজন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930