শিরোনামঃ-

» গোলাপগঞ্জে যুগান্তরের ১৮তম বর্ষপূর্তি উদযাপিত

প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার ১৮তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার পৌর সদরে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
র‍্যালী শেষে পৌর সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলীর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএ মালেক, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, উপজেলার ইউএনও অফিসের সিএ সঞ্চয় চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব ও সাংবাদিক শাহ শরীফ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ফরিদ উদ্দিন তকি, দৈনিক সিলেটের ডাক এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি চেরাগ আলী, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান আজম, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি আনা মিয়া, পৌর ছাত্রলীগ সহ সভাপতি সুমন আলী, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল আহমদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, দৈনিক মানচিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক সিলেট বাণী ও বাংলাদেশ টুডে’র প্রতিনিধি জাহেদুর রহমান জাহেদ, সিলেট বাংলা নিউজ ডটকমের গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের, সিলেট মিডিয়া ডটকমের প্রতিনিধি কেএম সুহেল আহমেদ, রুবেল আহমদ এবং কেএম আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের কেক কাটার মধ্য দিয়ে যুগান্তরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এর পর আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুগান্তরের কৃতিত্বের কথা তুলে ধরে বলেন, যুগান্তর সাফল্যের সাথে দীর্ঘ ১৮ বছর পার করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে যুগান্তর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভুমিকা পালন করেছে।
বিশেষ অতিথিরাও যুগান্তর পত্রিকার সাফল্যের কথা তুলে ধরে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যাক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930