শিরোনামঃ-

» কানাইঘাট পাবলিক হাই স্কুলের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ উন্নয়নের ছোঁয়ায় বাংলাদেশ পরিবর্তন হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাট-জকিগঞ্জে প্রচুর উন্নয়ন হয়েছে।

আগামী ২০১৮ সালের মধ্যে কানাইঘাট-জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। অচিরেই কানাইঘাট-জকিগঞ্জে দু’টি বিদ্যালয় নির্মাণ করে আমি এ দু’টি বিদ্যালয়ের মধ্যে বেঁচে থাকতে চাই।

কানাইঘাট পাবলিক হাই স্কুলের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুর রহিম ভরসার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইয়াইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কানাইঘাট ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মামুন রশিদ, আলী হোসেন কাজল ,আবুল হোসেন চতুলী।

জাতীয় পাটি নেতা এডভোকেট রহিম উদ্দিন, কিউ এম ফারুক সহ জেলা নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলরদের মধ্যে শরীফুল হক, শাহাব উদ্দিন, তাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, বিলাল আহমদ, মাওলানা ফখরুদ্দিন, আওয়ামীলীগ নেতা রিংকু চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন, সাংবাদিক নিজাম উদ্দিন, রোটারিয়ান ইকবাল হোসেন ও জাতীয় পাটির কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইতি চক্রবর্তী।

সভা শেষে স্কুলের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান পরবর্তী কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ সদস্য ইকবাল হোসেনের বাড়ীতে মধ্যাহ্নভোজ করেন।

পরিশেষে রায়গড় জামে মসজিদ এর অসমাপ্ত কাজ পরিদর্শন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30