শিরোনামঃ-

» শারপিন টিলা ধ্বসে ৫ শ্রমিক নিহত; ঘটনার প্রতিবেদনে ৪৭ সদস্য সিন্ডিকেটের নাম

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

শামীম আহমদ, কোম্পানীগঞ্জ বিশেষ প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলা (শারপিন টিলা) ধ্বসে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, সেখানে ৪৭ সদস্যের সিন্ডিকেটের নাম রয়েছে।

এ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জে সরকারি ভূমি থেকে কোটি কোটি টাকার পাথর চুরির সাথে জড়িত রয়েছে।

গত ২৩ জানুয়ারি শাহ আরেপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে টিলা ধ্বসে পাঁচ শ্রমিক নিহত হন। এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়াতকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের কাছে এই প্রতিবেদন দাখিল করা হয়।

সূত্র জানা যায়, তদন্ত প্রতিবেদনে শাহ আরেপিন টিলার সরকারি সম্পদ লুটে জড়িতদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় ‘দায়িত্বশীলদের ওঠাবসা’ এবং জড়িতদের ‘আশ্রয়-প্রশ্রয় দানের’ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সূত্র মোতাবেক, প্রতিবেদনে ৪৭ জনের নাম সংযুক্ত করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরকারি ভূমি থেকে হাজার কোটি টাকার পাথর লুটপাট করে আসছে।

আরো জানা যায়, কোম্পানীগঞ্জের চিকাডহর গ্রামের মনফর আলীর ছেলে আইয়ুব আলী, আঞ্জু মিয়া, সোরাব মিয়া, জালিয়ারপাড় গ্রামের শুক্কুর আলী, তার ছেলে বশর মিয়া সহ ফারুক মিয়া, মাসুক মিয়া, সোনা মিয়া, সাদ্দাম মিয়া, আশিক মিয়া, পাড়ুয়া নোয়াগাঁও আব্দুল লতিফের ছেলে আতাউর রহমান, চিকাডহর গ্রামের আব্দুল জলিলের ছেলে কুদ্দুস মিয়া, নারাইন পুর গ্রামের ইন্নছ আলীর ছেলে আব্দুল হান্নান, আব্দুর রহমান, আনাই মিয়া, উস্তার আলীর ছেলে আনফর আলী, চিকাডহর গ্রামের আব্দুল হাসিমের ছেলে ফয়জুর রহমান, রফিক উল্লাহর ছেলে গরিব উল্লাহ, জালিয়ার পাড় গ্রামের আব্দুল গনির ছেলে ইসমাইল আলী, শাহ আরপিন টিলা এলাকার আব্দুর রশিদের ছেলে মানিক মিয়া, মৃত আরশ আলীর ছেলে সজ্জাদ মিয়া, ইসরাইল আলীর ছেলে নুর মিয়া, এনাম মিয়ার ছেলে বকুল মিয়া, রমজান মিয়া, শুক্কুর উল্লাহ’র ছেলে হরমত উল্লাহ, কাসেম মিয়ার ছেলে নাসির মিয়া, পুরান জালিয়ার পাড় গ্রামের সমশের আলী ওরফে কালা, তার ছেলে আশিকুর রহমান, আবুল কালামের ছেলে সামাদ মিয়া, লায়েক মিয়া, ইলিয়াস আলী ওরফে বাবুলের ছেলে আব্দুল খালিক, মফিজ আলীর ছেলে নুর ইসলাম, শাহ আরপিন টিলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর খালিক, পূর্ব নারায়নপুর গ্রামের শবর আলীর ছেলে রহিম, ভোলাগঞ্জের আব্দুল বারীর ছেলে শাহাব উদ্দীন, আব্দুস ছালাম ওরফে বাবুলের ছেলে সুহেল মিয়া, চিকাডহর গ্রামের আব্দুল হাসিমের ছেলে আতিউর রহমান, মুহিবুর রহমান, রফিক উল্লাহ’র ছেলে আব্দুল করিম, শুক্কুর আলীর ছেলে নূর উদ্দিন, একই গ্রামের হেলাল উদ্দীন, নতুন জালিয়ারপাড় গ্রামের সোহরাব হোসেনের ছেলে ছায়ফুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে লীলু মিয়া, পাড়ুয়া লামাপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে একবার মিয়া, একই গ্রামের এনাম হোসেন, আজই মিয়ার ছেলে ইসনাত আলী ও শাহ আরেপিন টিলা এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল কাদিরের নাম তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30