শিরোনামঃ-

» বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন’র শেষকৃত্যে যেসব আনুষ্ঠানিকতা হবে

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

ডেস্ক সংবাদঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে রবিবার ভোররাতে তার মৃত্যু হয়। পারিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জে তার গ্রামের বাড়িতে শেষকৃত্য হবে। তার আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হাসপাতাল থেকে জিগাতলার বাসায় নেওয়া হবে। সেখান থেকে বেলা ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে মরদেহ। বিকাল ৩টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ ও এমপি’রা।

সংবদ ভবন থেকে ঢাকা মেডিক্যালের মরচুয়ারিতে তার মৃতদেহ নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সিলেটে। সিলেট থেকে তাকে সুনামগঞ্জে তার নির্বাচনি এলাকা শাল্লা, সেখান থেকে দিরাইয়ে নেওয়া হবে। দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সুরঞ্জিতের মৃত্যুর খবরে হাসপাতালে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানকে হারিয়েছি।’

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930