শিরোনামঃ-

» ফেঞ্চুগঞ্জে স্বামীর অত্যাচার ও নির্যাতনে মৃত্যুর মুখোমুখী স্ত্রী

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ ফেঞ্চুগঞ্জের মানিককোনা পশ্চিম পাড়ায় মাদকাসক্ত স্বামীর বর্বরোচিত নির্যাতনে ৪ সন্তানের জননী আসমত আরার জীবন এখন সংকটে। তিনি ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

সংসার চালাতে  কাজ করেন সরকারী সড়ক নির্মানে। যা আয় হয় তাই তুলে দিতে হয় স্বামীর হাতে। নইলে  অমানবিক নির্যাতন।

এমন বর্বরতার ঘটনা ঘটে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে। সড়কের কাজ শেষে রাতে বাড়ি ফিরে টাকা দিতে না পারায় ক্ষেপে যায় তার মাতাল স্বামী। দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে স্ত্রীকে। মাকে বাঁচাতে বাচ্চারা এগিয়ে এলে তাদের লাথি দিয়ে সরিয়ে দেয় পাষণ্ড বাবা। আসমত আরার আহাজারিতে পাড়া-পড়শি ছুটে এলে পালিয়ে যায় স্বামী রফিক আলী।

পরে আসমত আরাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রোগীকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ওসমানীতে ভর্তি হয়ে চিকিৎসা নিলেও তার জীবন ঝুঁকি মুক্ত নয়।

দায়ের কোপে হাতের আঙ্গুল উড়ে গেছে, মাথায় ১৮০টি সেলাই নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিনমজুর আসমত আরা। তার ভাই সানরুল ইসলাম বলেন, আমরা এলাকায় পঞ্চায়েতি বিচার পাইনি আর রোগীর জীবন সংকটাপন্ন থাকায় মামলার সময় মিলেনি।

ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করবেন বলে জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930