শিরোনামঃ-

» আমেরিকান কর্ণার সিলেট’র উদ্যোগে ‘জেন্ডার ইকুয়্যালিটি বিষয়ক’ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

ষ্টাফ রিপোর্টার:: ইউএস এ্যামবিসি পরিচালিত আমেরিকান কর্ণার সিলেট’র উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে ‘জেন্ডার ইকুয়্যালিটি বিষয়ক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএস এ্যামবিসি ডেপুটি ডিরেক্টর মিসেস শাহিনা সুলতানার পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএস এ্যামবিসির পাবলিক ডিপ্লোমেসি অফিসার ক্যালি মিশেল ক্লার্ক।

স্বাগত বক্তব্য রাখেন, আমেরিকান কর্ণার সিলেট এর পরিচালক মো. মোস্তফা কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী ও ভাষা সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের (মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ) প্রভাষক মাহবুবুর রউফ নয়ন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সালমা ফাউজিয়া স্বর্ণা, শান্তা দেব, রাছনা আক্তার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, এম.সি কলেজ, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, সিলেট কমার্স কলেজ সহ অন্যান্য কলেজের প্রায় ৭০ জন ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর মো. মনির উদ্দিন এর সাথে প্রভাষক মাহবুবুর রউফ নয়নের নেতৃত্বে মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30