ডেস্ক সংবাদঃ সদ্যপ্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেন গুপ্ত বলেছেন, ‘আমার বাবা মারা গেছেন। এখন আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি শেষ করবো।’
রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জিগাতলায় নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন সৌমেন। তিনি আরও জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দিরাইয়ে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
জিগাতলায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সুরঞ্জিত সেনগুপ্তকে শ্রদ্ধা জানাচ্ছেন।
রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত মারা যান। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
সুনামগঞ্জের এ সংসদ সদস্যকে শনিবার রাত থেকে হাসপাতালেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। তার মৃত্যুতে রাষ্ট্রপতি এডভোকেট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।