শিরোনামঃ-

» শীতকালীন সবজি চাষে সাবলম্বী কৃষক তৈয়ব আলী

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার

আল মাসুম, জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের বারেকান্দি গ্রামের বাসিন্দা তৈয়ব অালি্ী।

৫ সন্তানের জনক তিনি। বর্তমান স্ত্রী-সন্তান নিয়ে স্বচ্ছল জীবন-যাপন করছেন।সারি নদী ঘেষে যাওয়া লাইন নদীর তীরবর্তী জমিতে সবজি চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন এই কৃষক।

শীতকালীন সবজি চাষের কারনে বেকারত্ব দূরীকরনের পাশাপাশি এখন তিনি স্বাবলম্বী।

শীতের মৌসুম আগমনের সাথে সাথে ১৫০ শতক জমির ওপর তিনি বিভিন্ন সবজি ফলান। প্রথমে তিনি শুধু ফরাস চাষ করেন। প্রথমে ফরাস চাষে অধিক লাভ আসলে তিনি তার নিকটাত্মীয় (বেয়াই) উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হকের পরামর্শ ও সহযোগীতায় পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি ফলান।

তিনি ফরাসের পাশাপাশি কুমড়া, বরবটি, ঝিঙ্গা, লাউ, ভুট্রা, মরিচ, সীম, আলু, মুলা চাষের আবাদ শুরু করেন। এখন তিনি স্বপ্ন দেখছেন অধিক লাভের।

আলাপকালে তার বেয়াই আব্দুল হক জানান “আমাকে তিনি সহযোগীতার কথা বললে আমি উপজেলা কৃষি অফিস থেকে যোগাযোগ করে তাকে বরাদ্ধ এনে দেই।

এখন তিনি লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। তার অভাবের সংসার এবার আশার আলো দেখছে।” কৃষক তৈয়ব আলী বলেন, ইতোমধ্যে তিনি ৮০-৯০ হাজার টাকার সবজি বিক্রি করেছি।

ভুট্রা সহ বাকি সবজিগুলা বিক্রি করে তিনি কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন বলেও জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭০ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30