শিরোনামঃ-

» দুদক কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসন কর্মচারিদের অপ্রীতিকর ঘটনা

প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার

ষ্টাফ রিপোর্টার:: সিলেটে জেলা প্রশাসনের কর্মচারিদের হামলায় মেছবাহ উদ্দিন নামে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে ঘুষ গ্রহণের অভিযোগে এক কর্মচারীকে আটকের সময় তার সহকর্মীরা সংঘবদ্ধ হয়ে দুদক কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ঘুষ গ্রহণের অভিযোগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর রুমে ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারি আজিজুর রহমানকে আটক করতে যান দুদক কর্মকর্তারা।

তখন অন্যান্য কর্মচারিদের সাথে বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দুদক কর্মকর্তাদের কাছ থেকে আটক আজিজুরকে ছিনিয়েও নেন। এসময় মেছবাহ উদ্দিনের মাথায় আঘাত লেগে আহত হন।

পরে কর্মচারিরা জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলার ফটক বন্ধ করে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। ঘটনার সুষ্ট সমাধানে দুদক কর্তৃপক্ষের সাথে জেলা প্রশাসনের ও কর্মচারিদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলে জানা গেছে।

দুদক কর্মকর্তাদের দাবি তাদের কাছে আজিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তার কাছে ঘুষের টাকাও পাওয়া গেছে। তবে কর্মচারিরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা আন্দোলন করছেন।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন বলেন, দুদকের অভিযান নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচারীদের সঙ্গে দুদক দলের ভুল বুঝাবুঝি হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে।

সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবদুছ ছবুর মিঞা জেলা প্রশাসক অফিসের একজন কর্মচারীর হার্ট অ্যাটাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30