শিরোনামঃ-

» গোলাপগঞ্জে গ্রামবাসী ও অটোরিক্সা চালকদের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জে টিকরবাড়ি গ্রামবাসী ও অটোরিক্সা চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ সংঘটিত হয়েছে।
এতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চন্দ্র সহ দু’পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের চৌমুহনী মসজিদ মার্কেট সংলগ্ন একটি বিপণী বিতানের সামনে সিএনজি অটোরিক্সা পার্কিং করে রাখাকে কেন্দ্র করে  গাড়ী চালক ও বিপণী বিতানের কর্মচারীর মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সিএনজি অটোরিক্সা শ্রমিক ও বিপণী বিতানের কর্মচারীর এলাকাবাসী (টিকরবাড়ী গ্রামবাসী) বিরোধে জড়িয়ে পড়েন।
এতে দফায় দফায় দাওয়া পাল্টা দাওয়া সংঘটিত হয়। এতে বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা ও একটি ডেন্টাল কেয়ারের কাচের গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে।
তাৎক্ষনিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
দফায় দফায় সংঘর্ষিত এ ঘটনা তীব্র রূপ ধারণ করলে বিকাল ৪টায় দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সিলেট-জকিগঞ্জ রোডের প্রায় ৪ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলালচল স্বাভাবিক হতে শুরু করেছে।
বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। আবারো সংঘর্ষ ঘটার আশংকা থাকায় পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে এ ঘটনায় শনিবার (১১ ফেব্রুয়ারি) থেকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ও জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930