শিরোনামঃ-

» ধ্রুবতারার আয়োজনে সিলেটে যুব সংসদ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৭ | শনিবার

ষ্টাফ রিপোর্টারঃ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার আয়োজনে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিলেট নগরীর দরগাগেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক হলরুমে দিনব্যাপী বাংলাদেশের ঐতিহাসিক যুব সংসদ (ইয়ুথ পার্লামেন্ট) অনুষ্ঠিত হয়।

যুব সংসদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ধ্রুবতারা সিলেট জেলার সভাপতি মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও ধ্রুবতারার সিলেট জেলার সাধারণ সম্পাদক ও যুব সংসদ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. জহিরুল ইসলামের পরিচালনায় যুব সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত ও ধ্রুবতারার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক।

প্রধান অতিথি হিসেবে যুব সংসদের অধিবেশনে বক্তব্য রাখেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, ছায়া সংসদের রাষ্ট্রপতি এডভোকেট সুলতানা কামাল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী সংগঠক এরোমা দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চেীধূরী, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আফসার আজিজ, ইউনেস্কো’র প্রতিনিধি ড. মীন, ডেইলি স্টার’র ইনচার্জ (পার্টনারশীপ ম্যানেজমেন্ট) তানজিম ফেরদৌস, জেসিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মীর সাহেদ আলী।

দিনব্যাপী অধিবেশনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মো. সালা উদ্দিন পারভেজ। যুব সংসদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধ্র“বতারা সিলেট জেলার সহ সভাপতি শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, ধর্ম সম্পাদক আবু তায়্যিব রুবেল, অর্থ সম্পাদক মারজুল আলম লিটু, পরিবেশ বিষয়ক সম্পাদক বিপ্রদাস বিশু বিক্রম, সদস্য তাহের আহমদ, জাকির হোসেন, মো. নাইমূল ইসলাম, আজিম উদ্দিন খান, বিশ্বনাথ থানা শাখার আহ্বায়ক আব্দুল বাতিন, সদস্য সচিব আবু সুফিয়ান, সদস্য মওরস আলী, দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহ্বায়ক শামীম আহমদ প্রমূখ।

দিনব্যাপী যুব সংসদে মহান জাতীয় সংসদের আদলে ব্যতিক্রমধর্মী ছায়া সংসদে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, যুব সংগঠক ও আত্মকর্মীদের নিয়ে তিনশটি সংসদীয় আসন থেকে ৩’শ জন যুব সংসদ সদস্যরা অংশগ্রহণ করে নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। সরকার দলীয় প্রধানমন্ত্রীর বক্তব্য রাখেন নাজিরা বেগম শিলা, বিরোধী দলীয় প্রধান হিসেবে বক্তব্য রাখেন আহসান হাবিব।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30