শিরোনামঃ-

» বাংলাদেশে গণভোটের পরামর্শ : ড. আকবর আলি খান

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

ডেস্ক সংবাদঃ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, ইতিপূর্বে বাংলাদেশে কোন সার্চ কমিটি যোগ্য ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সফলতার পরিচয় দেয়নি।

সম্প্রতি গঠিত সার্চ কমিটিও নির্বাচন কমিশনার সুপারিশের ক্ষেত্রে সফল হয়নি। যাদের অতীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততার ইতিহাস রয়েছে এবং প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা নেই সেই সব লোককে নির্বাচন কমিশনার বাছাই না করাই শ্রেয়।

তাই নির্বাচনকালীন সরকার কি হবে তা নিয়ে এখনও ভাবা উচিত। এটি শুধু রাজনৈতিক দলের বিষয় নয়, জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণে গণভোট একটি উত্তম পদ্ধতি হতে পারে।

শনিবার এফডিসিতে অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আকবর আলি খান বলেন, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া জরুরি। রাজনৈতিক দলসমূহের মধ্যে বিরাজমান অসহিষ্ণুতা ও অশালীন বাকযুদ্ধ গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য সহায়ক নয়।

তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের রায়ে আরো দু’মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার রাখা যেতে পারে- এ মর্মে অভিমত দেয়া হয়েছিল সেই বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। কথায় কথায় আমরা নির্বাচন পদ্ধতি নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে তুলনা করি। কিন্তু আমরা সেই দেশের অন্য ভালো দিকগুলো নিয়ে কথা বলি না।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এমএ সবুর।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। ইতিমধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা চলছে। আশা করা যাচ্ছে নতুন এই নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের আস্থা অর্জনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

সংবিধানে কী বলা আছে, কী বলা নেই, তা নিয়ে বিভেদ তৈরি না করে, রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে একটা ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশা করেন কিরণ। তিনি বলেন, সরকার দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবার প্রত্যয়, জিডিপি বৃদ্ধি, বিদ্যুৎ চাহিদা পূরণ, পদ্মা সেতু নির্মাণের কাজ শুরুসহ সারা দেশে উন্নয়নের জোয়ারের কথা বলছে। একই সঙ্গে বিরোধী জোট গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি করে আসছে। তাই উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রের বিকল্প হিসেবে অধিক গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে।

শিল্পোদ্যোক্তা এমএ সবুর বলেন, টেকসই গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও সক্ষমতা দুটিই জরুরি। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সফলতা নির্ভর করবে সরকারি দল সুষ্ঠু নির্বাচনে কতটুকু আন্তরিক তার উপর। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে।

ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে বছরব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে।

উদ্বোধনী প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি জয়লাভ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সহযোগী অধ্যাপক রোবাইয়াত ফেরদৌস, সাংবাদিক মাইনুল আলম ও ড. এস এম মোর্শেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930