শিরোনামঃ-

» কে হচ্ছেন সুরঞ্জিতের আসনে প্রার্থী?

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২২৫ (সুনামগঞ্জ-২) আসনে কে হচ্ছেন পরবর্তী সংসদ সদস্য, বিষয়টি এখন হাওরপাড়ের লোকজনের মুখে মুখে।

স্বাধীনতা-উত্তর অনুষ্ঠিত দেশের ১০টি জাতীয় নির্বাচনের মধ্যে সাতবার এ আসন থেকে সংসদ সদস্য হন হাওরের মাটিতে বেড়ে ওঠা সুরঞ্জিত সেন গুপ্ত। আজীবন বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সুরঞ্জিত ন্যাপ, একতা, গণতন্ত্রী পার্টি ও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বারবার বিজয়ী হয়েছেন।

৫ ফেব্রুয়ারি বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিধি অনুযায়ী, ৯০ দিনের মধ্যে এ আসনে নির্বাচন হওয়ার কথা। তবে এমন একজন নেতার শূন্য আসনে কে প্রতিনিধিত্ব করবেন, বিষয়টি এখন আলোচনায় পুরো সিলেটের রাজনীতিতে। হাওরবাওড়বেষ্টিত নির্বাচনী এলাকার জীবনমানের তেমন উন্নয়ন না হলেও সুরঞ্জিত ছিলেন স্থানীয় লোকজনের কাছে গর্বের ও অহংকারের প্রতীক।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930