শিরোনামঃ-

» আগুন দিয়ে সেলুনে চুল কাটা, অত:পর… (ভিডিও)

প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার

লাইফষ্টাইল ডেস্কঃ প্রসাধনের জন্য কত অদ্ভুত পদ্ধতিই যে অবলম্বন করা হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। সম্প্রতি তেমনই এক উদ্ভট কৌশলের খবর সামনে এসেছে টুইটারে পোস্ট করা একটি ভিডিও মারফত। এই ভিডিও-তে দেখা গিয়েছে, একটি সেলুনে মাথার চুলে আগুন ধরিয়ে হেয়ার স্ট্রেইটনিং-এর কাজ করা হচ্ছে।

মাথার চুলের কোঁকড়ানো ভাব কাটানোর জন্য হেয়ার স্ট্রেইটনিং একটি অত্যন্ত জনপ্রিয় কৌশল। এই ভি়ডিওতে সেই হেয়ার স্ট্রেইটনিং-এর একটি বিচিত্র প্রয়োগ ধরা পড়েছে।

পাকিস্তানের জার্নালিস্ট ওমর আর কুরেশি দিন কয়েক আগে এই ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানেরই কোনও একটি সেলুনে এই পদ্ধতিতে চুল সোজা করার কাজ চলছে। সেলুনটির নির্দিষ্ট অবস্থান তিনি জানাতে পারেননি। কারণ পোস্টের নীচে কমেন্ট অংশে তিনি জানিয়েছেন, এই ভিডিও তিনি নিজে শ্যুট করেননি, তিনি কেবল পোস্ট করেছেন।

ভিডিও-তে দেখা যাচ্ছে, চেয়ারে বসে থাকা কাস্টমারের মাথার চুলে প্রথমে সেলুনের কর্মচারী স্প্রিংকলারের সাহায্যে ছিটিয়ে দিচ্ছেন তেল জাতীয় কোনও দাহ্য পদার্থ। আর তার পরেই মাথার চুলে ধরিয়ে দিচ্ছেন আগুন। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তখন সেই আগুনের উপর দিয়ে চিরুনি চালিয়েই কেশবিন্যাসের কাজ করা হচ্ছে। কাস্টমারের মাথায় আগুনের আঁচও লাগছে না। তিনি হাসিমুখে বসে উপভোগ করছেন এই অভিনব হেয়ার স্ট্রেইটনিং পদ্ধতি।

ওমর-এর পোস্ট করা এই ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। যাঁরা ভিডিও দেখছেন, তাঁরা সকলেই হতবাক। মাথায় আগুন ধরিয়ে কী ভাবে চুল সোজা করা যেতে পারে, এবং কী ভাবেই বা এক মাথা আগুন নিয়েও সেলুনে আগত ক্রেতা অক্ষত অবস্থায় হাসিমুখে বসে থাকতে পারেন, সেই কথা ভেবে বিস্ময় কাটছে না কারোরই।

এই নিয়ে নানাবিধ রঙ্গরসিকতাও শুরু করে দিয়েছেন টুইটার গ্রাহকদের একাংশ। তবে সেরা কমেন্টটি সম্ভবত করা হয়েছে ‘ডক্টর বেয়ার্ন ডিসাইডস’ নামের প্রোফাইল থেকে।

এই প্রোফাইলের মালিক কমেন্ট করেছেন, ‘এই আগুনে ওই কাস্টমারের মাথার কোনও ক্ষতিই হবে, কারণ বোঝাই যাচ্ছে, লোকটার মাথায় ঘিলু বলে কোনও পদার্থই নেই।’

সুত্র-এবেলা।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930