শিরোনামঃ-

» সুরঞ্জিত সেন’র প্রয়াণে দিরাই ছাত্রকল্যাণ পরিষদের শোক সভা

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার

ষ্টাফ রিপোর্টারঃ উপমহাদেশের রাজনীতিতে ক্ষনজন্মা রাজনীতিবিদ ছিলেন বর্ষিয়ান সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর মৃত্যুতে বৃহত্তর সিলেটবাসী একজন অভিভাবককে হারালো। এই শূণ্যতা কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। দিরাই শাল্লায় রেখে যাওয়ার অসমাপ্তকাজ সম্পন্ন করার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।

প্রয়াত নেতার স্মৃতি ধরে রাখতে আমাদেরকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। সুরঞ্জিত সেন গুপ্ত বেঁচে থাকবেন তার কর্মে, আদর্শে এবং অগণিত নেতাকর্মীদের ভালোবাসায়। দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত শোক সভায় বক্তারা এসব কথা বলেন।

দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্ঠা এবং সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নূর হোসেন এবং সাধারণ সম্পাদক সুমন মিয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজিৎ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, দিরাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রণজিত সরকার, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আল আজাদ, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখর উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান বিবেকানন্দ তালুকদার বকুল, দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এয়র মিয়া, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সিলেট জজ কোর্টের এপিপি আব্দুর রহমান সেলিম, দিরাই উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, শাল্লা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশিষ তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. রশিদ আহমদ, জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু, দিরাই উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিপ্রেশ রায়, ছাত্র কল্যানের উপদেষ্ঠা সৈয়দ আহমদ দুলাল, আবু ছালিম, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সর্দার মোজাহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, হাসান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, আবু তাহের শিপু, মৃন্ময় দাস ঝুটন, অজয় দে, লিংকন রায়, আবুল হাসান পাবেল, কাঞ্চন রায়, জাবেদ আহমদ, সুরঞ্জিত তালুকদার, রুবায়েল আহমদ শাকিল, পঙ্কজ কান্তি দাস।

উপস্থিত ছিলেন- ফরহাদ, শাহেল আহমদ, সন্দ্বীপ, নাজির, সূর্য, সাইফ, রাহুল, মোজাম্মেল হক, সাদ্দাম, ফরহাদ, তাপস, অপু, তোফায়েল, সজল, হাবিব তালুকদার, মোজাক্কির, মেনন, নাঈম, বেলায়েত, নাসির, রাকিব, সাবের আলম, সমির প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930