শিরোনামঃ-

» এমসি কলেজে চলছে বসন্ত উৎসব

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০১৭ | সোমবার

ষ্টাফ রিপোর্টারঃ সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে (এমসি) বসন্ত উৎসব শুরু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোহনা সাংস্কৃতিক সংগঠন বসন্ত শোভাযাত্রা বের করে ক্যাম্পাসে। কলেজের মূল ফটক থেকে পুরো কলেজ প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক সমিতির সম্পাদক তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা আখতার চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পান্না রাণী রায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা বেগম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ন ম রিয়াজ, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শেখ মো. নজরুল প্রমুখ।

এমসি কলেজের সকল সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সামসুদ্দিন সামস, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ইমরান তালুকদার, সহ-সভাপতি সুলেমান কবির, তথ্য প্রযুক্তি সম্পাদক সুজাদ আহমেদ, থিয়েটার মুরারিচাঁদের আহবায়ক গোলাম মাহাতি, সদস্য সচিব ফাহমিদা এলাহী বৃষ্টি সহ সকল সংগঠনের সদসস্যরা। বসন্ত উৎসবটি বিকাল ৫টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে মোহনা আয়োজন করে আসছে এ রকম বসন্ত উৎসব।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30