শিরোনামঃ-

» সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০১৭ | শুক্রবার

ষ্টাফ রিপোর্টার:: সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর দক্ষিণ সুরমার বাস টার্মিনালস্থ পরিষদের স্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নম্বর ১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও ট্রাক শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর কার্যকরী সভাপতি আব্দুস সালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম চেয়ারম্যান, ট্রাক মালিক গ্রুপের সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সাধারন সম্পাদক জাবেদ সিরাজ, দপ্তর সম্পাদক কবির চৌধুরী, পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জাকারিয়া, সহ-সভাপতি মতছির আলী, শ্রমিক নেতা রাকিব উদ্দিন রফিক, ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাশমত আলী হাসু, সহসম্পাদক আরিফ হোসেন হিরা, প্রচার সম্পাদক মানিক মিয়া, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর কোষাধ্যক্ষ শামসুল হক মানিক প্রমুখ।

গত ১৪ ফেব্রুয়ারি থেকে সিলেট বিভাগীয় পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্টিবিউটার্স, এজেন্ট ও পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশন কর্তৃক রফিকুল ইসলাম ফেনুর শতাধিক গাড়িতে সিলেটের পাম্পগুলো জালানী তৈল বন্ধের তীব্র প্রতিবাদ জানান বক্তারা। এই প্রতিষ্ঠানের সাথে কয়েক শত শ্রমিকের জীবন-জীবিকার নির্ভর করছে। অথচ কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত গ্রহনের ফলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে।

অবিলম্বে এ ধরণের অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামী ১৯ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক বরাবর সহ বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি প্রদান করে সিলেটের সর্বস্তরের পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভা থেকে হুশিয়ারী করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১০১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30