শিরোনামঃ-

» সিলেটে চার লেন সড়ক সহ ৩ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০১৭ | বৃহস্পতিবার

ষ্টাফ রিপোর্টার:: প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর ক্বীন ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে হুমায়ুন রশীদ স্কয়ার পর্যন্ত চার লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি হবে সিলেট নগরীর ভেতর প্রথম চার লেন সড়ক।

এছাড়া অর্থমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের আওতাধীন আরও ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এগুলো হলো ৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে হুমায়ুন রশীদ চত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউটাইপ ও বক্স ড্রেন নির্মাণ কাজ এবং ৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ক্বীন ব্রিজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30