শিরোনামঃ-

» রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছাতকে দাফন সম্পন্ন

প্রকাশিত: ০১. মার্চ. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ নগরীর চালিবন্দরস্থ রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ মিয়ার (৬০) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (০১ মার্চ) সকাল ১০ টায় হযরত শাহ জালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা ও বাদ যোহর ছাতকের পালপুরে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফর করা হয়।

জানা যায়, ইমামতি করেন মাওলানা টিএম তোফায়েল আহমেদ ও মাওলানা টিএম আব্দুল গাফ্ফার। জানাযার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই মাস্টার টিএম নুর মিয়া, টিএম মাস্টার সমুজ মিয়া ও ছেলে রাহাত আলম শোভন।

পৃথক জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষক নেতৃবন্দ ছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহাঙ্গির আলম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, জেলা বারের সাবেক সভাপতি সমিউল আলম, আম্বরখানা গার্লস স্কুলের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিছ, পালপুর আলিম মাদ্রাসার অধ্যাক্ষ আবু বক্কর সিদ্দিক, সিলেটস্থ ছাতক সমিতির সভাপতি আনম ওহীদ কনা মিয়া, লেখক ও শিক্ষক রফিকুর রহমান লজু, সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি এএইচএম ইসরাইল আহমদ, সচিব মো, শমসের আলী, মহানগর শিক্ষক সমিতির সভাপতি আহমদ আলী, প্রভাষক আবুল খায়ের নোমান, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, পালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাবিবুর রহমান, শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক আহমেদ আহসান মাহবুব, শিক্ষক হুমায়ুন কবির, আশিকুর রহমান আশিক, ছাত্রদল নেতা আলী আমজদ, ডা. টিএম ইমরান, টিএম আনহার, সিলেট জেলা ছাত্রদলের সদস্য এসএম তাফহিম, পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল কাদির, আব্দুল হদিছ, আনা মিয়া, আপতাব আলী, ফজলু মিয়া, গোলাম মওলা, আব্দুল আলিম মেম্বার, নিজাম উদিন, মন্তাজ আলী, মাহমুদুল হাসান মাহমুদ, শেখ সালমান, রাশেদ আহমদ, আরমান আহমদ মুন্না, জিলু মিয়া, নাছির উদ্দিন মেম্বার, নুরুল হক, আশরাফুল আলম রুহন, সুমন আহমদ, টিএম রুমান, টিএম ছালিক, দিপ্ত, আলম, রুবেল, জুবায়ের আহমদ রনি, ফাহিম, শোভ, মনির, আবিক, সালমান সানজিব, ছাত্রদল নেতা লায়েক আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মিয়া ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930