শিরোনামঃ-

» দেশের ১৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় একযোগে ভোট চলছে

প্রকাশিত: ০৬. মার্চ. ২০১৭ | সোমবার

ডেস্ব সংবাদঃ দেশের ১৪ উপজেলা ও ৪ পৌরসভায় সোমবার (৬ মার্চ) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ৩টি উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

যেসব উপজেলায় নির্বাচন হচ্ছে সেগুলো হলো- নীলফামারীর জলঢাকা, পাবনার সুজানগর ও ঈশ্বরদী, নাটোরের বড়াইগ্রাম, কিশোরগঞ্জের হোসেনপুর, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, সাতক্ষীরার কলারোয়া, বাগেরহাটের মোরেলগঞ্জ, সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর, খাগড়াছড়ির গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর।

পৌরসভাগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30