শিরোনামঃ-

» আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা প্রদর্শন

প্রকাশিত: ০৮. মার্চ. ২০১৭ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর তত্ত্ববধানে পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষ্যে বুধবার (৮ মার্চ) সিলেট সরকারি মহিলা কলেজে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী ভিডিও ড্রামা ‘আলোর মানুষেরা’ প্রদর্শনের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জীন্নুরায়েন। সভাপতিত্ব করেন সনাক সিলেটের সভাপতি এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী।

বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আঞ্জুমান আরা বেগম, সনাক সদস্য হাসিনা মহিউদ্দিন ও এডভোকেট সৈয়দা শিরীন আক্তার।

এ বছর জাতিসংঘ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য-‘পরিবর্তনশীল কর্মজগতে নারী: ২০৩০ সালের মধ্যে সাম্যতা’। দিবসটি উপলক্ষে টিআইবি প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টেকসই উন্নয়ন ও সুশাসন: চাই ক্ষমতায়িত নারী, জাগ্রত বিবেক’।

আন্তর্জাতিক নারী দিবসের উপর টিআইবি’র ধারণাপত্রের উপর কুইজ প্রতিযোগিতায় কলেজের ১৪৩ জন ছাত্রী অংশ্রগ্রহণ করেন।

ধারণাপত্রটি ছাত্রীরা পাঠ করার পর তা থেকে প্রাপ্ত তথ্যের আলোকে কুইজ প্রতিযোগিতার লিখিত প্রশ্নের উত্তর দেন। এছাড়া একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এবারের প্রতিপাদ্যের আলোকে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের মাধ্যমে সাম্যতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক নারী দিবস সে শিক্ষাই আমাদেরকে দেয় যেখানে, নারীর ক্ষমতায়নের জন্য নারীকে সুশিক্ষিত হওয়ার পাশাপাশি তাঁর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর পথচলা হতে হবে দুর্নীতিমুক্ত এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে নারীর সাম্যতার দাবীকে অগ্রাধিকার দিতে হবে।

সভায় অন্যান্য আলোচকগণ বলেন, ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের সাম্যতা অর্জন করতে হলে নারীর ক্ষমতায়ন ও দুর্নীতি প্রতিরোধে চ্যালেঞ্জ সমূহ মোকাবেলার করে উন্নয়ন কর্মকা- ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৫ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30