শিরোনামঃ-

» সুরঞ্জিত সেনের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকায় ভোট দিন : ড. জয়া সেন গুপ্তা

প্রকাশিত: ১০. মার্চ. ২০১৭ | শুক্রবার

স্টাফ রিপোর্টার:: প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মীনি ড. জয়া সেন গুপ্তা বলেছেন- দিরাই-শাল্লার উপনির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

নৌকা প্রতীকের বিজয় অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের অসমাপ্ত কাজ সম্পাদনে নৌকা প্রতীকে ভোট দিন।

তিনি বলেন- নৌকা প্রতীকের বিজয় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই। আমি দিরাই-শাল্লার উন্নয়ন– অগ্রযাত্রা আব্যাহত রাখতে চাই। সবার ভালোবাসা পেতে চাই।

তিনি বৃহস্পতিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেটস্থ দিরাই-শাল্লার জনগণের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- আপনারা সুরঞ্জিত সেন গুপ্তকে নেতা হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। আজ তিনি নেই। কিন্তু তাঁর স্মৃতি রয়ে গেছে। তাঁর অনেক স্বপ্ন রয়ে গেছে। সেসব স্বপ্নকে আজ আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো।

মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা মুহিন চন্দ্র দাশের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা রশিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাশ, দিরাই পৌর সভার চেয়ারম্যান আজিজুর রহমান বুলবুল, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউল হক ছানা, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, অঞ্জলী প্রভা চৌধুরী, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, ড. সৌমেন সেন গুপ্ত প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৩ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30