শিরোনামঃ-

» সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আগামী ১৪ মার্চ

প্রকাশিত: ১২. মার্চ. ২০১৭ | রবিবার

মিডিয়া ডেস্কঃ স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে আগামী ১৪ মার্চ মঙ্গলবার পর্দা উঠছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭’ এর।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ১৪ মার্চ থেকে ১৬ মার্চ ৩দিনব্যাপী চলবে এই উৎসবের প্রথম আসর।

গত একমাসে ৬৬টি দেশের ২০৫৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও ইশতিয়াক জিকো। উৎসবে উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।

১৪ মার্চ বিকেল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়াম প্রাঙ্গনে উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম। বিকেল ৫টায় প্রদর্শিত হবে উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচির একদিন’।

এছাড়াও ইতিমধ্যে সিলেট চলচ্চিত্র উৎসবকে সাধুবাদ জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, আবু শাহেদ ইমন, আশরাফ শিশির, শামীম আখতার, শুভাশীষ রায়। ৩ দিনব্যাপী উৎসবে সিলেটসহ দেশের চলচ্চিত্রপ্রেমিদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30