শিরোনামঃ-

» আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ১৪. মার্চ. ২০১৭ | মঙ্গলবার

ডেস্ক সংবাদঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা ও দিল্লির এক যৌথ ঘোষণায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ সফরসূচি ঘোষণা করা হয়।

সফরকালে শেখ হাসিনা আগামী ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে সফরসূচিতে জানানো হয়েছে। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে দ্বি-পাক্ষিক সফরে ভারত যান তিনি। অন্যদিকে ২০১৫ সালের জুনে প্রথম দ্বি-পাক্ষিক সফরে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এবারের সফরকালে প্রায় দু’ডজন চুক্তি, সমঝোতা স্মারক ও বিভিন্ন দলিল সই হতে পারে। সফরকালে দু’দেশের ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আজমীর শরিফে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা সোমবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দিল্লি সফরের প্রস্তুতিমূলক আলোচনা করার সময় আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এর আগে শেখ হাসিনাকে ডিসেম্বরে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ দেওয়া হয়েছিল, তবে নানা কারণে সে সফর পিছিয়ে যায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৭ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30