শিরোনামঃ-

» বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বাল্য বিয়ের কারণ ও ফলাফল শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ১৬. মার্চ. ২০১৭ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউ) এবং গার্লস এডভোকেসী এলায়েন্স প্রকল্পের যৌথ আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় বাল্য বিয়ের কারণ ও ফলাফল করণীয় শীর্ষক কর্মশালা কাজী, ইমাম ও হিন্দু বিবাহ রেজিষ্টারদের নিয়ে বুধবার (১৫ মার্চ) নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

গার্লস এডভোকেসী এলায়েন্স প্রকল্পের সমন্বয়কারী আকলিমা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ও সমাজ থেকে অন্যায়, কুসংস্কার দুর করতে ছেলে মেয়েদের সমঅধিকার নিয়ে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

বাল্য বিয়ের ফলে শারীরিক ও মানসিক বিপর্যয় শিশুটির বেড়ে উঠার অন্তরায়। পারিবারিক সহিংসতা অপরাধ অনৈতিক অগ্রসরতা ও বাল্য বিয়ের প্রধান কারণ।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, এড. সৈয়দা শিরিন আক্তার। কর্মশালায় সদর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে কাজী, ইমাম ও সিলেট জেলার হিন্দু বিবাহ রেজিস্টারদের অংশগ্রহণের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30