শিরোনামঃ-

» দৈনিক ইন্ডাস্ট্রির সংবাদদাতা সম্মেলন

প্রকাশিত: ১৮. মার্চ. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্ষীয়ান জননেতা আ.ন.ম শফিকুল হক বলেন, সাধারণ মানুষের ভাগ্যের উন্নতির জন্য সাংবাদিকদের অবদান কোনো অংশেই কম নয়। সাংবাদিকরা জাতির বিবেক। কোনোকিছু লিখার আগে অবশ্যই নিজের বিবেকের সাথে বোঝাপড়া করে লিখবেন। এতে জাতি উপকৃত হবে।

তিনি শনিবার (১৮ মার্চ) অপরাহ্নে সুরমা টাওয়ারস্থ দৈনিক ইন্ডাস্ট্রি’র সিলেট ব্যুরো কার্যালয়ে সিলেট-সুনামগঞ্জ উপজেলাভিত্তিক সংবাদদাতা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দৈনিক ইন্ডাস্ট্রি এর সিলেট ব্যুরো প্রধান মুহাম্মদ আমজাদ হোসাইন-এর সভাপতিত্বে ও সিলেট জেলা প্রতিনিধি গোলাম মর্তুজা বাচ্চুর পরিচালানায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবির আহমেদ সোহেল, ডেইলি ট্রাইব্যুনাল সিলেট বিভাগীয় প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক, দৈনিক ইন্ডাস্ট্রি’র বিশেষ প্রতিনিধি মো. সালেহ আহমেদ হোসেন, দৈনিক সংগ্রাম’র সিলেট ব্যুরো প্রধান কবির আহমেদ, শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস, ইন্ডাস্ট্রি জামালগঞ্জ সংবাদদাতা তৌহিদ আলম প্রদীপ, ইন্ডাস্ট্রি জগন্নাথপুর সংবাদদাতা আবু তাহের, জকিগঞ্জ ইন্ডাস্ট্রি সংবাদদাতা আব্দুল হাসিব তাপাদার, গোয়াইনঘাট ইন্ডাস্ট্রি সংবাদদাতা আব্দুল মালিক।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাল্লা সংবাদদাতা মশিউর রহমান, দোয়ারাবাজার সংবাদদাতা মো. কামাল উদ্দিন, বিয়ানীবাজার সংবাদদাতা তোফায়েল আহমেদ, দক্ষিণ সুরমা সংবাদদাতা মো. বাবুল মিয়া, বালাগঞ্জ সংবাদদাতা রজত চন্দ্র দাস ভুলন, দিরাই সংবাদদাতা আবুল হোসেন, ধর্মপাশা সংবাদদাতা গিয়াস উদ্দিন রানা, ওসমানীনগর সংবাদদাতা মো. মুহিব হাসান, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা নাঈম তালুকদার ও বিশ্বনাথ সংবাদদাতা কাজী মোহাম্মদ জামাল উদ্দিন।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৪ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30