শিরোনামঃ-

» জাফলংয়ের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

প্রকাশিত: ১৯. মার্চ. ২০১৭ | রবিবার

নিজস্ব প্রতিবেদকঃ জাফলংয়ে মানবিক ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের পক্ষ থেকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

রবিবার (১৯ মার্চ) দুপুরে সিলেটের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ‘বেলা’ আয়োজিত ‘জাফলং সংরক্ষণ: প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে জাফলংয়ের বর্তমান অবস্থা এবং জাফলংয়ের প্রাকৃতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার। তিনি তার তথ্যচিত্রে জাফলংয়ের বর্তমান অবস্থা, মানবিক বির্পয়য়ের কারণ, আইন না মানা এবং আইন প্রয়োগে প্রশাসনের উদাসীনতার বিভিন্ন দিক তোলে ধরেন।

বক্তারা জাফলংয়ের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে সরকার ঘোষিত ইকোলজিকালি ক্রিটিকাল এরিয়া ইসিএ বাস্তায়নের দাবি জানান এবং স্থানীয় প্রশাসন, সিলেটের রাজনৈতিক, পেশাজীবী নেতৃবৃন্দ ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমেদ, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুজন সিলেটের সভাপতি, ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি  ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক কাজির বাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, বিডিনিউজ২৪এর মঞ্জুর আহমদ, ব্লাস্ট’র কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, এমটিনিউজের সিলেট ব্যুরো প্রধান রাহিব ফয়সল, নিউজ অর্গানের বার্তা সম্পাদক মাসুদ আহমদ রনি, বেলা ঢাকার এ এম এম মামুন, ইউএনবির প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, পূর্ব জাফলং ইউপির সাবেক চেয়ারম্যান এম এ রহিম, এসএসকেএস’র সভাপতি বেলাল আহমেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৬ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30