শিরোনামঃ-

» এসআইইউতে ২৫শে মার্চ “জাতীয় গণ হত্যা দিবস” পালিত

প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৭ | শনিবার

এসআইইউ প্রতিনিধিঃ শনিবার (২৫ মার্চ) ছিল ইতিহাস কাঁপানো ভয়াল ২৫শে মার্চ।

১৯৭১ সালের এই দিনে বাঙালী জাতির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে আসে।

বাঙালী জাতির উপর মধ্যরাতে রক্ত পিসাসু হিংস্র পাকিস্তানী হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্র্চলাইট নামে ইতিহাসের সবচেয়ে নিমর্ম, ঘৃণ্য, বর্বরোচিত, পৈসাচিক হামলা চালায়।

তাদের হাত থেকে রেহাই পায়নি শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী, শিশু, দিনমজুর সহ সকল পেশার মানুষ। আজ সেই নিমর্ম নৃশংস ও ভয়াবহ এক হত্যাযজ্ঞের মর্মস্তদ দিন।

বাংলাদেশ সরকার ইতিমধ্যে ২৫শে মার্চ কে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আজকের এই দিনটি উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ।

আরও উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রষেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মেহেদী হাসান তুহিন, বিলকিস আক্তার, এইচ এম আরিফ, প্রভাষক নেছার আহমদ, প্রণব সাহা, কাওছার জান্নাত, ডেপুটি লাইব্রেরিয়ান মোস্তফা কামাল, সহকারী রেজিষ্ট্রার মুশফিকুল আলম, সেকশন অফিসার বিপ্রেস রায়, শামীম হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, সুবিনয় আচার্য্য, অপু চক্রবর্ত্তী, শুভাশীষ পাল সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৬ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930