শিরোনামঃ-

» সিলেটে বিস্ফোরণের সঙ্গে আইএসের কোন সম্পৃক্ততা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৬. মার্চ. ২০১৭ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীর বাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অামাদুজ্জামান খাঁন কামাল।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিদের আস্তানার কাছে আধঘণ্টার ব্যবধানে যে দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি পুরোপুরি নির্মূল না হলেও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সিলেটের শিববাড়িতে প্যারা কমান্ডো বাহিনীর অভিযানের মধ্যে সংঘঠিত বোমা বিস্ফোরণের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। দেশে আইএসের কোনো সদস্যকে ধরার সৌভাগ্য এখনো আমাদের হয়নি। সিলেটের শিববাড়ির সেই জঙ্গি আস্তানার বাইরে জঙ্গিরা বোমা রেখে যেতে পারে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এখনো অভিযান চলছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে সেখানে বড় কোনো নেতা থাকতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মণ্ডল ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নের্তৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৫ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930