শিরোনামঃ-

» ৭ খুনের মামলায় ২৭ বছরের দন্ডপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান গ্রেফতার

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০১৭ | শনিবার

ডেস্ক সংবাদঃ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলায় ২৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি পুলিশ সদস্য হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার হিজলার নৌ-পুলিশ ফাঁড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিব শরিয়তপুরের নড়িয়া থানার কাঞ্চনপাড়া গ্রামের বাসিন্দা।

চাঞ্চল্যকর ৭ খুন মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদের দেহরক্ষী ছিলেন তিনি। এই মামলায় হাবিবকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবু তিনি চাকরি করছিলেন নৌ পুলিশে। শুধু তাই নয়, সম্প্রতি তিনি কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হয়েছেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, হিজলা পুলিশের সহায়তায় শরিয়তপুরের নড়িয়া থানার পুলিশ হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। এতদিন হাবিবুর রহমান নজরবন্দি ছিলেন।

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলায় চলতি বছরের ১৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ২৬ জনকে ফাঁসির দণ্ডাদেশ দেন। এ ছাড়া ৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। এর মধ্যে হাবিবকে ২৭ বছর দণ্ডাদেশ দেন আদালত।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30