শিরোনামঃ-

» আরিফুল হক চৌধুরী বরখাস্ত; কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের তীব্র নিন্দা জ্ঞাপন

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৭ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিপুল ভোটে নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফের বরখাস্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম সহ বিএনপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনতিবিলম্বে এ ধরনের অনৈতিক অসাংবিধানিক সিদ্ধান্ত পরিহার করে পুনরায় স্বপদে বহালের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।

রবিবার (২ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন- কোন অপরাধ নয়, সরকার সম্পুর্ন রাজনৈতিক প্রতিহিংশার বশবর্তী হয়ে জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে বরখাস্ত করছে।

একবার বরখাস্ত ও দীর্ঘদিন কারাবরণ শেষে উচ্চ আদালতের নির্দেশে মেয়রে আসনে বসার মাত্র ৩ ঘন্টার মাথায় আরিফ চৌধুরীকে ফের বরখাস্ত করার ঘটনা প্রমাণ করে দেশে একদলীয় বাকশাল কায়েমের রাজনীতি চলছে।

একই সাথে রাজশাহী সিটি মেয়র বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জিকে গৌছকে ষড়যন্ত্রমুলক মামলায় জড়িয়ে ফের বরখাস্তের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। নেতৃবৃন্দ অবিলম্বে ফের বরখাস্ত করা সকল মেয়রদের স্বপদে বহাল রাখার জোর দাবী জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930